মঙ্গলবার, ০৯ জানুয়ারী, ২০২৪
01 Aug 2025 02:25 pm
![]() |
৭১ভিশন ডেস্ক:- তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকার বলেছেন, এটা কোনো নির্বাচনই না। এমন তো কথা ছিল না। ভোরে কেন্দ্রগুলোতে ব্যালট পাঠানোর পরেই নৌকার লোকজন সব সিল মেরে দিয়েছে। এক মুহূর্তও নির্বাচন ঠিকঠাক ছিল না।
সোমবার (৮ জানুয়ারি) বিকেলে রূপগঞ্জে নিজ বাড়িতে গণমাধ্যমকে তিনি এসব অভিযোগ করেন।
তৈমুর বলেন, নির্বাচনের আগে আমাদের লোকজন বাড়িঘরেই থাকতে পারেননি। নৌকার লোকজন টাকা দিয়ে ভোট কিনেছে। এ বিষয়ে বহুবার প্রশাসনকে জানিয়েছি, কিন্তু তারা কোনো ব্যবস্থা নেয়নি। পক্ষপাতদুষ্ট না হলে তারা কীভাবে এমনটি করতে পারে।
তিনি বলেন, আমি বলেছিলাম, আমাদের নির্বাচন যারা করছে, তাদের নিরাপত্তা দেওয়ার জন্য। কিন্তু প্রশাসন নিরাপত্তা দেয়নি। চনপাড়ায় আমার পক্ষে নির্বাচন করায় জেলা মহিলা দলের সাবেক প্রচার সম্পাদক ফাতেমা বেগমের বাড়িঘরে হামলা ও লুটপাট হয়েছে। তার পরিবার এখন এলাকা ছাড়া।
এসময় তৃণমূল বিএনপির মহাসচিব বলেন, দলের চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী এবং নির্বাহী চেয়ারম্যান অন্তরা হুদা এখনও তাদের নির্বাচনী এলাকায় রয়েছেন। আমরা যৌথভাবে আলাপ-আলোচনা করে তিন দিনের মধ্যে একটি বিবৃতি দেব। সেখানে সরকার কীভাবে নির্বাচন করল, তা প্রমাণসহ বিস্তারিত তুলে ধরব।