রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
22 Nov 2024 05:33 pm
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ- এসো সবাই মিলে পিঠা খাই, আনন্দ উৎসবে মন রাঙায়’ শ্লোগানে গাইবান্ধা পৌরপার্কে নারী উদ্যোক্তাদের নিয়ে পালিত হয়েছে পিঠা উৎসব। দিনব্যাপী এই উৎসবে উচ্ছ্বসিত হয়ে ওঠে তারা।
শনিবার (২৩ ডিসেম্বর) জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি (নাসিব) গাইবান্ধা জেলা শাখার আয়োজনে জমকালোভাবে পিঠা উৎসব পালিত হয়। এ অনুষ্ঠানে এস ডট কম, প্রসুন ফুড অ্যান্ড ক্রাফটিং, মৌ কেক অ্যান্ড ক্রাফ, আঞ্জুস কিচেন, অফফুট কর্নারসহ ২০টি স্টল স্থান পায়।
এ সময় উদ্বোধন করেন গাইবান্ধা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকছুদার রহমান শাহান।
উপস্থিত ছিলেন- সহ সভাপতি তৌহিদুর রহমান মিলন, জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি (নাসিব) গাইবান্ধা জেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন প্রমুখ।
অফফুট কর্নার উদ্যোক্তা জাহানারা বেগম বলেন, আমাদের সন্তানরা স্কুলে যায়। তখন সময় হয় না। তখন সময় কাটাতে বাসায় বিভিন্ন কিছু বানাতে হয়। এতে সময় কাটে এবং ঘরে বসে ইনকাম হয়৷ নিজে ইনকাম করতে ভালই লাগে।
জাতীয় ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতি (নাসিব) গাইবান্ধা জেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার আমজাদ হোসেন বলেন, আমাদের সব থেকে বড় একটি অংশ হলো নারী উদ্যোক্তা। তারা হাতের কাজের পাশাপাশি কেক, পিঠা, পুলি তৈরি করে থাকেন৷ নারী উদ্যোক্তাদের ব্যবসার পরিচিতি ও প্রসার বাড়াতে এই মেলার আয়োজন।