রবিবার, ০৮ অক্টোবর, ২০২৩
08 Apr 2025 11:48 am
![]() |
নরনবী রহমান স্টাফ রিপোর্টারঃ- বগুড়ায় জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ অক্টোবর) বিকেলে শহরের কবি নজরুল ইসলাম সড়ক দলীয় কার্যালয়ে জেলা জাতীয় পার্টি এ সভার আয়োজন করে। এতে সভাপতির বক্তব্য রাখেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জেলা জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শরিফুল ইসলাম জিন্নাহ।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি নুরুল ইসলাম তালুকদার এমপি, জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ওমর, শহীদুর রহমান পশারী মুন্টু, আব্দুল্লাহ আল মামুন, লুৎফর রহমান স্বপন, আজিজ আহম্মেদ রুবেল, বগুড়া সদর উপজেলার ভাইস চেয়ারম্যান ইকবাল হোসেন, আরিফুল ইসলাম শহীদ, শফিকুল ইসলাম সুইট, মাকসুদ আলম, শরিফুল ইসলাম বাবু, সুলতান আহম্মেদ, বেলাল হোসেন, হুসাইন শরিফ সঞ্জয় সহ প্রমুখ।
সভায় বক্তারা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের সাংগঠনিক কর্মকাণ্ড আরও জোরদার করতে নবগঠিত কমিটির সদস্যদের জোরালোভাবে কাজ করার আহ্বান জানান।।