রবিবার, ০৮ অক্টোবর, ২০২৩
24 Nov 2024 12:53 pm
শাহ্ আলী বাচ্চু জামালপুর প্রতিনিধি ঃজামালপুর সদরে গণধর্ষণ মামলার প্রধান আসামী‘কে সদর এলাকা হতে গ্রেপ্তার করেছে র্যাব-১৪।
ধর্ষিতা ভিকটিম (৩৫) রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার বংপুরের এলাকার বাসিন্দা। জীবিকার তাগিদে বর্তমানে জামালপুর পৌরসভার নতুন বাইপাস খালপাড় এলাকায় ভাড়াটিয়া বাসায় বসবাস করে আসছেন। ভিকটিমের স্বামী মোঃ কামাল জামালপুর শহরে দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করেন। ভিমটিমের স্বামী অন্যের বাড়িতে কাজ করায় সুবাদে বাড়ীতে না থাকায় বিভিন্ন সময়ে ভিকটিমকে কু-প্রস্তাব দেয় । গত ২৪ জুন ২০২৩ রাত অনুমান ২টা৩০মিনিটের সময় ভিকটিমের স্বামীর নাম ধরে ডাক দিলে ভিকটিম ঘরের দরজা খুলে বলেন যে, তার স্বামী বাসায় নেই। আসামীগণ ভিকটিমের স্বামী মোঃ কামাল বাসায় না থাকার সুযোগে জোরপূর্বক ঘরের ভিতর প্রবেশ করে। এমতাবস্তায়, ভিকটিম ডাক-চিৎকার করার একপর্যায়ে আসামীগণ ভিকটিমকে জোর পূর্বক গামছা দ্বারা মুখ বাঁধিয়া আসামী মোঃ মিলন (৩৫) র্ভিকটিমের ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে, অন্যান্য আসামীদ্বয় ভিকটিমকে পালাক্রমে ধর্ষণ করে এবং ভিডিও চিত্র ধারণ করে। ধর্ষণ শেষে আসামীগণ পালিয়ে যাওয়ার সময় ভিকটিমকে হুমকি দেয় যে, উক্ত ঘটনার কোন আইনানুগ ব্যবস্থা গ্রহন করিলে ধর্ষণের ভিডিও চিত্রটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিবে। অতঃপর ভিকটিম আত্ম সম্মানের ভয়ে আত্মহত্যার চেষ্টা করিলে স্থানীয় লোকজন ভিকটিমকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরবর্তীতে ভিকটিম সুস্থ হয়ে জামালপুর সদর থানায় হাজির হইয়া বাদী হয়ে অভিযোগ দাখিল করলে অফিসার-ইন-চার্জ,(ওসি) সদর থানার মামলা নং-৯০/৫৫১, তারিখ-২৬/০৬/২০২৩ ইং, ধারা-২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী/২০০৩) এর ৯(৩)/৩০ গণধর্ষণ মামলা রুজু করেন। মামলা হওয়ার পর আসামিগন পলাতক আছে। উক্ত আসামীদেরকে আইনের আওতায় নিয়ে আসতে র্যাব গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
একপর্যায়ে র্যাব-১৪, সিপিসি-১, জামালপুর এর একটি আভিযানিক দল ৮ অক্টোবর( রবিবার) জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের নারিকেলির শেখ বাড়ী এলাকায় অভিযান পরিচালনা করেন। গণধর্ষণ মামলার আসামি প্রধান বিনন্দের পাড়ার গ্রামের মৃত শরীফ উদ্দিনের পুত্র মোঃ মিলন (৩৫), আটক করেন। উক্ত মামলার অন্যান্য আসাামীদের গ্রেফতারের জন্য র্যাব-১৪ এর অভিযান অব্যহত রয়েছে।
গ্রেফতারকৃত আসামিকে জামালপুর সদর থানা সোপর্দ করা হয়েছে।