বৃহস্পতিবার, ০৫ অক্টোবর, ২০২৩
23 Nov 2024 08:45 pm
৭১ভিশন ডেস্ক:- জব্দ করা হাজার হাজার ইরানি অস্ত্র ও গোলাবারুদ ইউক্রেনের সামরিক বাহিনীর কাছে হস্তান্তর করা হবে। এর মাধ্যমে ইউক্রেনের অস্ত্র মজুদের ঘাটতি পূরণের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। রয়টার্স ও সিএনএন এই খবর প্রকাশ করেছে।
উভয় সংবাদ সংস্থা জানিয়েছে যে, মার্কিন কর্মকর্তারা তাদের বলেছেন, মার্কিন সামরিক বাহিনী চলতি সপ্তাহে এই নীতি (অস্ত্র পাঠানোর নীতি) ঘোষণা করবে।
যুক্তরাষ্ট্র কীভাবে বৈধভাবে কিয়েভের কাছে অস্ত্র হস্তান্তর করবে তা এখনও স্পষ্ট নয়। কারণ, জাতিসংঘের নিয়ম অনুযায়ী জব্দ করা অস্ত্রগুলি ধ্বংস বা সংরক্ষণ করতে হবে।
যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যসহ অন্যান্য দেশ নিয়মিতভাবে আরব উপদ্বীপের আশেপাশের জলসীমায় চোরাকারবারিদের বহন করা ইরানি অস্ত্র জব্দ করে থাকে। এটা সাধারণত ইয়েমেনে হুতি বিদ্রোহীদের কাছে যাওয়ার পথে জব্দ করা হয়।
তবে ইউক্রেনের প্রয়োজন ভারী অস্ত্র। অন্যদিকে যা পাঠানো হবে ছোট ও হালকা অস্ত্র। এটি কিয়েভের জন্য একটি উদ্বেগের বিষয়। বিশেষত মার্কিন কংগ্রেস স্বল্প মেয়াদে ইউক্রেনের জন্য আরও ব্যয় এগিয়ে নিতে সক্ষম নয় এমন সময়।