সোমবার, ১৩ মার্চ, ২০২৩
22 Nov 2024 02:52 pm
লাহোরে নির্বাচনী সমাবেশ করার ঘোষণা দিয়েছিল ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফ। কিন্তু পাঞ্জাবের অন্তর্বর্তী সরকার সেখানে ১৪৪ ধারা জারি করে।
ডনের খবরে বলা হয়েছে, ১৪৪ ধারা ঘোষণার পর পিটিআই পাকিস্তানের নির্বাচন কমিশন এবং আদালতে যায়। ১৪৪ ধারা বাতিলের দাবি জানানো হয় দলের পক্ষ থেকে। কিন্তু পিটিআই প্রধান ইমরান খান এর পরপরই দলের সমর্থকদের ‘ফাঁদে না পড়ার নির্দেশনা দেন’।
টুইটারে ইমরান খান লেখেন, ‘কেবলমাত্র পিটিআইয়ের নির্বাচনী প্রচারণা এবং অন্যান্য জন-কর্মকাণ্ডের ওপর আবারও অবৈধভাবে ১৪৪ ধারা জারি করা হয়েছে।’
পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী লেখেন, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী উসকানিমূলক আরও সংঘাত চান যাতে পিটিআইয়ের নেতৃত্বের ওপর আরও এজাহার দায়ের করা যায়। এটা নির্বাচন স্থগিতের অজুহাত হিসেবে নেওয়া হতে পারে বলে আশঙ্কার কথা জানান ইমরান খান। তিনি বলেন, ‘নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে সুতরাং কিভাবে রাজনৈতিক কর্মকাণ্ডে ১৪৪ ধারা জারি করা হতে পারে।’ পিটিআইয়ের সকল সমর্থকদেরকে তিনি ফাঁদে না পড়ার নির্দেশনা দিয়ে র্যািলি স্থগিত করেন।