বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
22 Nov 2024 02:33 pm
৭১ভিশন ডেস্ক:- বুধবার এক বিবৃতিতে একথা জানিয়েছে মার্কিন সিনেট। একইসাথে ইন্দো প্যাসিফিক এলাকায় চীন আগ্রাসন চালাচ্ছে উল্লেখ করে এর তীব্র নিন্দাও জানানো হয়েছে।
একদিকে লাদাখ, অন্যদিকে অরুণাচল সীমান্ত নিয়ে চীন ও ভারতের মধ্যে উত্তেজনা চলছে। ২০২০ সালে দুই দেশের সেনাদের সংঘাতের পর তা আরও বেড়ে যায়। সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করে দুই দেশই।
ইস্যুটি নিয়ে মঙ্গলবার (১৪ মার্চ) এক বিবৃতি দিয়েছে মার্কিন সিনেট। এতে বলা হয়, ভারতের অরুণাচল সীমান্তে দীর্ঘদিন ধরে সমস্যা তৈরি করছে চীন। বারবার সেনা পাঠিয়ে ও সামরিক অবকাঠামো তৈরি করে শান্তিভঙ্গের চেষ্টা চালাচ্ছে বেইজিং।
অরুণাচল প্রদেশকে ভারতের অবিচ্ছেদ্য অংশ উল্লেখ করে চীনের এমন পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে ইন্দো-প্যাসিফিক এলাকায় চীন চরম আগ্রাসনের নীতি নিয়েছে বলেও অভিযোগ করেছে মার্কিন সিনেট।
চলমান উত্তেজনাকর পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র তার ‘বন্ধু’ দেশের পাশে আছে এবং তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই চালিয়ে যাবে বলেও ঘোষণা দেয়া হয়।
অরুণাচলকে নিজেদের অংশ বলে মনে করে চীন। এমনকি আন্তর্জাতিক ম্যাকমোহন লাইনও মানেনা দেশটি। একইসঙ্গে ভারতের সঙ্গে তিব্বতের চুক্তিও মানতে চায় ন চীন। ফলে সীমান্তে সংঘাত লেগেই আছে দেশ দুটির মধ্যে।