শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩
22 Nov 2024 12:09 am
৭১ভিশন ডেস্ক:- মানুষের বাহ্যিক সৌন্দর্য্যের কথা বললেই প্রথমেই আমাদের কোথায় চোখ পড়ে চোখে। মানুষ যখন কথা বলে তখন তার আচার-আচরণ, অঙ্গি ভঙ্গি, চিন্তা-ভাবনার অনেকখানি প্রকাশ পায় তার চোখের মধ্য দিয়ে। আর এই চোখদুটোকে সুন্দর দেখাক, প্রাণবন্ত দেখাক এটা আমরা সবাই চাই। চোখ ফোলা, চোখের নিচে কালো দাগ পড়া থাকলে স্বভাবতই তা দেখতে বেমানান দেখায়। বয়স, জীবনধারা, জেনেটিক্সসহ কিছু কারণে চোখের নিচে কালো দাগ পড়ে যায় খুব তাড়াতাড়ি। এবারে আপনাদের জানাবো কী কী কারণে চোখের নিচে কালো দাগ পড়ে।
*বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ত্বকের প্রাকৃতিক কোলাজেন হ্রাস পায়। যার ফলে ত্বক স্থিতিস্থাপকতা হারিয়ে ফেলে। চোখের নিচে ফুলে যায় খুব দ্রুত।
*অত্যধিক পরিমাণে পানি খাওয়ার ফলে শরীরের বিভিন্ন অংশে ফুলে যায়। এতে চোখের নিচেও ফোলভাব আসতে পারে।
*অপর্যাপ্ত ঘুমের কারণে চোখের চারপাশে ডার্ক সার্কেল পড়ে যায়। চোখের নিচে দেখা দেয় ফোলা ভাবও।
*এলার্জি জনিত কারণে চোখের চারপাশে চুলকানোর ফলে অনেক সময় লাল হয়ে যায় এবং ফুলে যায়।
*কারো কারোও বংশগত কারণে দেখা দেয় এ সমস্যা।
পাঁচটি কার্যকর প্রতিকারে দূর করতে পারেন চোখের নিচে ফোলাভাবঃ
*চোখকে প্রশান্তি এবং হাইড্রেট রাখার জন্য শসার বিকল্প নেই। একটি ঠাণ্ডা শসা পাতলা স্লাইস করুন। চোখে ১০-১৫ মিনিটের মত শসার টুকরো দিয়ে রাখুন। শসায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যাস্ট্রিনজেন্ট চোখের ফোলাভাব কমায়। ত্বককে রাখে সতেজ।
*টি ব্যাগে ক্যাফিন থাকার কারণে এটি চোখের উপর এবং নিচে কালো দাগ দূর করে। চা বানানোর পর টি ব্যাগ ঠাণ্ডা করে নিয়ে এটি চোখের উপর টি ব্যাগ ১৫ মিনিটের জন্য রাখুন। ক্যাফিনের বৈশিষ্ট্য রক্তচাপ কমায় এবং চোখের ফোলাভাব কমায়।
*মাঝে মাঝে চোখ ঠাণ্ডা পানি দিয়ে ধুবেন। এক টুকরো বরফ চোখের আশে পাশে বৃত্তাকার আকারে ঘুরিয়ে চোখে প্রশান্তি পাওয়া যায়। তবে অবশ্য চোখে রুক্ষ ভাবে বরফ ঘষা যাবে না।
চোখের ফোলা ভাব এবং কালো দাগ দূর করার জন্য সিরাম বা জেল ব্যবহার করতে পারেন। অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তা গ্রহণ করবেন।