বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
25 Nov 2024 10:20 am
রসুল খন্দকার ৭১ ভিশন:- বগুড়া জেলার কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দক্ষিণ পাড়ার স্হায়ী বাসিন্দা ইউসুব আলীর পুত্র আব্দুর রউফ কে প্রাণনাশের উদ্দেশ্য, বার্মীজ চাকু দ্বারা শরীরের বিভিন্ন অংশে আঘাত করে। একই গ্রামের পশ্চিম পাড়ার স্হায়ী বাসিন্দা আব্দুর রহমান (ফরমান) এর পুত্র "শাহাদাত হোসেন" এবং দক্ষিণ পাড়ার স্হায়ী বাসিন্দা, ইউসুব আলীর ছেলে ''নাহিদ হাসান'' মিলিত ভাবে আব্দুর রউফ কে হত্যা করার চেষ্টা করে।
ঘটনাটি ঘটে ১৮/০৬/২০২৩ইং তারিখে আনুমানিক সন্ধ্যা ০৭:০০ ঘটিকায়। ঘটনাটি ঘটার পরে লোকমুখে জানতে পারলাম তাদের মধ্যে সামান্য কিছু কথার কাটাকাটি হয়। সেই জের ধরে বার্মিজ চাকু দিয়ে শরীরে আঘাত করে পালিয়ে যায়। তখন ডাক চিৎকার করলে আশে পাশের লোকজন এসে উদ্ধার করে, শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজে ভর্তি করে।
ঘটনার দূর্বিদ্ধ পক্ষরা বিভিন্ন কৌশলে, স্থানীয় মেম্বার চেয়ারম্যান ও কিছু অসাধু গ্রামবাসীকে নিয়ে, নগদ অর্থের প্রলোভন দেখানোর পাশা পাশি ভয়ভীতি দেখিয়ে ২২/০৬/২০২৩ইং তারিখে হামিদার রহমানের বাড়ির উঠানে বসে। পূর্বেই আপোষ নামা তৈরী করে নিয়ে এসে সাক্ষর নেয়। যাতে করে কোনো অভিযোগ করতে না পারে।
এতে করে সাহস বেড়ে যায়। অনৈতিক কর্মকান্ড ঘটাবার। আজকে কিছু অর্থ দিয়ে, ভয় দেখিয়ে দমিয়ে রাখলেন!!! কিন্তু এতো বড় ঘটনা ঘটার পরেও ছারা পেয়ে গেলো!!! তার শাস্তির হাত থেকে ছাড়া পেয়ে কোনো একসময় প্রাণ নিতেও পিছু হটবেনা। সে বুঝে গেলো ছুরি মারলে টাকা দিলে আপোষ করা যায়।
এটা সমাজের অবক্ষয়ের পরিচয় মাত্র।