বুধবার, ১২ জুলাই, ২০২৩
26 Nov 2024 07:40 pm
সাপাহার (নওগাঁ ) প্রতিনিধিঃ- খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার বলেছেন, যুবসমাজকে বঙ্গবন্ধুর দেশপ্রেমে উদ্বুদ্ধ হতে হবে।তাঁর আদর্শ ধারণ করতে হবে।
আজ বুধবার(১২জুলাই ) বিকালে সাপাহার মহিলা কলেজ প্রাঙ্গনে বাংলাদেশ আওয়ামী যুবলীগ সাপাহার উপজেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
স্মার্ট বাংলাদেশ গড়তে হলে যুবসমাজকে একত্রিত হতে হবে উল্লেখ করে সাধন চন্দ্র মজুমদার বলেন, কৃষক শ্রমিক সবাইকে উন্নয়নের পথে এক হতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্যাংশনে ভয় পায়না। জনগণের প্রতি শেখ হাসিনার আস্থা আছে - শেখ হাসিনার প্রতিও জনগণের আস্থা রয়েছে বলে মন্তব্য করেন মন্ত্রী।
খাদ্যমন্ত্রী বলেন, উন্নয়নের প্রশ্নে শেখ হাসিনার বিকল্প নেই। দেশের উন্নয়নে শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী করতে হবে। সবাইকে জনগণের কাছে যেতে হবে।এসময় প্রধানমন্ত্রীর উন্নয়ন বার্তা ঘরে ঘরে প্রচারের আহবান জানান তিনি।
যুবলীগের নেতাকর্মীদের বিএনপির ষড়যন্ত্রের দাঁতভাঙ্গা জবাব দিতে প্রস্তুত থাকার আহবান জানান খাদ্যমন্ত্রী।
তিনি আরো বলেন,সারা পৃথিবীতে নিত্যপণ্যের দাম বেড়েছে।আমাদের দেশেও দাম বেড়েছে।তারপরও দেশের মানুষ ভালো আছে।অনেক দেশের তুলনায় ভালো আছে।
সম্মেলনে বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্মসাধারণ সম্পাদক বিশ্বাস মুতিউর রহমান বাদশা, সাংগঠনিক সম্পাদক ডা. হেলাল উদ্দিন,সাপাহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ হোসেন , উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহজাহান হোসেন মন্ডল বক্তৃতা করেন। সম্মেলন উদ্বোধন করেন নওগাঁ জেলা আওয়ামী যুবলীগের সভাপতি অ্যাডভোকেট খোদদাদ খান পিটু। প্রধান বক্তা ছিলেন নওগাঁ জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায়।