বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫
13 Apr 2025 03:26 pm
![]() |
সাইফুর রহমান শামীম,কুড়িগ্রাম:- "ভুট্টারাজ করলে চাষ, হাসবে কৃষক বার মাস"এই স্লোগানকে সামনে রেখে কৃষকদের শতভাগ আস্থা অর্জনকারী উচ্চ ফলনশীল হাইব্রিড ভুট্টা'র মাঠ দিবসে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ভুট্টারাজ চাষীদেরকে নিয়ে মাঠ দিবস পালন করা হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) বিকেল ৩টায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের ভুট্রারাজ চাষী মশিউর রহমানের ভুট্টা খেতে এ মাঠ দিবস পালন করা হয়েছে। এসময় ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াসমিন,সহকারী কৃষি কর্মকর্তা রায়হান, উপসহকারী কৃষি কর্মকর্তা ফকরুর ইসলাম,পিওর এগ্রো সায়েন্স-ঢাকা বাংলাদেশ-এর পরিচালক মিজানুর রহমান,ইনতেফা কোম্পানির নাগেশ্বরী টেরিটোরির সিনিয়র অফিসার ফয়সাল বিন আলী, উপজেলার ভুট্টারাজের খুচরা বিক্রেতা, ব্যবসায়ীরা সহ বিভিন্ন শ্রেণির কৃষকগণ উপস্থিত ছিলেন।