বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫
13 Apr 2025 02:31 am
![]() |
প্রেস বিজ্ঞপ্তি:-একবিংশ শতাব্দীতে এসে এমন নির্মমতা আমাদের কল্পনাকেও হার মানিয়েছে। নারী-শিশুসহ ৫০ হাজারের বেশি নিরীহ ফিলিস্তির মৃত্যুর দায় জাতিসংঘে এড়াতে পারে না বলে দাবি করেছেন জাতীয় স্বাধীনতা পার্টি (জেএসপি)’র চেয়ারম্যান মিজানুর রহমান মিজু।
৮ এপ্রিল (মঙ্গলবার) বিকালে গাজায় ইসরাইলি গণহত্যা বন্ধের দাবিতে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত মানববন্ধনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতিসংঘ ফিলিস্তিনি ইসরাইলি হামলা বন্ধ করতে পারেনি। তারা ইসরাইল ও তার পশ্চিমা বন্ধদের কাছে আত্মসমর্পন করেছে। এ অবস্থায় আদৌ জাতিসংঘের কোন প্রয়োজন আছে কিনা বিশ্ব বিবেকের কাছে সে প্রশ্ন দেখা দিয়েছে।
তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের মদদেই ইসরায়েলি সেনাবাহিনী গাজায় গনহত্যা শুরু করেছে। ডোনাল্ড ট্রাম্প সরকারের সাথে পরামর্শ করেই এ বর্বর হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। মধ্যরাতের পরে ঘুমন্ত গাজাবাসীর ওপর এই হামলায় অন্তত ৪০৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। একবছরের বেশি সময় ধরে চলা এই হত্যাযজ্ঞে এখন পর্যন্ত ৫০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। হামলায় হতাহত ব্যক্তিদের বেশির ভাগই নারী ও শিশু। যা শতাব্দীর অন্যতম জঘন্য হত্যাকাণ্ড।
তিনি অবিলম্বে গাজায় নিরস্ত্র নিরপরাধ ফিলিস্তিনি হত্যা বন্ধে ইসরাইলকে বাধ্য করতে জাতিসংঘের প্রতি আহ্বান জানান।
বার্তাপ্রেরক,জুয়েল বিশ্বাস,প্রচার সম্পাদক,জাতীয় স্বাধীনতা পার্টি (জেএসপি)