বুধবার, ০৯ এপ্রিল, ২০২৫
13 Apr 2025 02:38 am
![]() |
নাজমুল হক নাহিদ,আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:- ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ মিছিল পালন করেছে আত্রাই উপজেলা ছাত্রদল ও মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ শাখা ছাত্রদল।
মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ মেইন গেইটে উক্ত অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ মিছিল পালন করা হয়। এসময় নির্যাতিত গাজাবাসীর প্রতি একাত্মতা প্রকাশ করে মুখে কালো পতাকা বেধে অবস্থান তারা।
অবস্থান কর্মসূচি অনুষ্ঠানে উপজেলা ছাত্রদলের আহবায়ক শাকিল হোসেন বলেন, এক মুসলমান আরেক মুসলমান এর ভাই। আমরা গাজা'র মুসলমানদের ব্যাথায় ব্যাথিত হই। শুধু আত্রাই বিশ্ববিদ্যালয় বা নওগাঁয় নয় গোটা বাংলাদেশের মানুষকেই ইসরাইলের বিরুদ্ধে সোচ্চার হওয়া উচিত। বাংলাদেশে প্রচলিত ইসরাইলি সকল পণ্য বয়কট করা আমাদের ইমানি দায়িত্ব।
উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক শাহরিয়া সরদার সৌরভ বলেন, আরব দেশগুলো পশ্চিমাদের দালাল। তারা ইসরাইলের বর্বর হামলার প্রতিবাদে এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। আজ যদি আমাদের অবস্থান ভৌগোলিকভাবে মধ্যপ্রাচ্যে হতো তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইসরাইলের এ বর্বর গণহত্যার তীব্র প্রতিবাদ করতো।
তিনি আরো বলেন,ইসরাইলি হায়েনারা ফিলিস্তিনি ভাই-বোনদের উপর যে নির্মম হত্যাযজ্ঞ চালাচ্ছে তারই প্রতিবাদে আজকে মুখে কালো কাপড় বেধে অবস্থান কর্মসূচি।জাতিসংঘসহ সকল আন্তর্জাতিক সংস্থা ও আরব বিশ্বের সকল নেতৃবৃন্দের কাছে আহবান জানাই তারা যেন ফিলিস্তিন ইস্যু নিয়ে কথা বলে গাজায় হামলা বন্ধ করে। পাশাপাশি সকলের উচিত ইসরাইলি পণ্য বয়কট করে তাদের উপযুক্ত জবাব দেয়ার জন্য।
অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ মিছিল পালনকালে উপস্থিত ছিলেন,উপজেলা ছাত্রদলের সদস্য সাইম, শুভ ও কলেজ ছাত্রদল নেতা সজিব, জিহাদ, রিফাত, সবুজ, সাজুসহ নেতৃবৃন্দ।
এসময় তাদের ইসরায়েলের আগ্রাসনবিরোধী বিভিন্ন ¯েøাগান দিতে দেখা যায়।