শুক্রবার, ৩০ জুন, ২০২৩
22 Apr 2025 02:33 pm
![]() |
লন্ডনেই এই অভিনেত্রীকে দাফন করা হবে। অভিনেতা আহসান হাবীব নাসিম বিষয়টি নিশ্চিত করেছেন।
সত্তর-আশির দশকের জনপ্রিয় এই নাট্যশিল্পী স্বামী-সন্তানের সঙ্গে যুক্তরাজ্যে বসবাস করতেন।দীর্ঘদিন ধরে তিনি ক্যানসারে আক্রান্ত ছিলেন।এরমধ্যেই অভিনয়ও করেছেন।
তিনি স্কুলজীবন থেকেই অভিনয় শুরু করেন। দীর্ঘ অভিনয় জীবনে তিনি অসংখ্য টেলিভিশন নাটক ও থিয়েটার নাটকে কাজ করেছেন। তার বিখ্যাত কাজের মধ্যে আছে, বরফ গলা নদী, ডলস হাউজ ইত্যাদি।
তার প্রথম ধারাবাহিকের নাম শান্ত কুটির।বিটিভিতে তার প্রথম নাটক আতিকুল হক চৌধুরীর আরেকটি শহর চাই।
শুধু টিভি নাটকই নয়,মঞ্চে সূচনা ও গুড নাইট মার মতো প্রযোজনায় নিজেকে জড়ান।যুক্তরাষ্ট্রের নাট্যকার মারশা নরম্যানের ‘নাইট মাদার’ অবলম্বনে মিতা চৌধুরী গুড নাইট মার পাণ্ডুলিপি তৈরি করেন।