বুধবার, ২১ জুন, ২০২৩
01 Aug 2025 04:16 pm
![]() |
৭১ভিশন ডেস্ক:- প্রায় সময়ই নানান ইস্যুতে আলোচনা-সমালোচনায় থাকেন সোশ্যাল তারকা হিরো আলম। কোরবানির ঈদকে কেন্দ্র করে অনেকেই তার নামের সঙ্গে মিলিয়ে নিজের পোষ্য গরুর নাম রাখেন। তবে বিষয়টিকে পজিটিভলিই দেখেন এই কন্টেন্ট ক্রিয়েটর।
এ প্রসঙ্গে হিরো আলম বলেন, যারা আমাকে ভালোবাসেন তারা আমার নামে গরুর নাম রাখে। আর এটা নিয়ে আমার কোনো রাগ নাই, অভিমান নাই। কারণ হিরো আলমের নামের একটা দাম আছে। সবমিলিয়ে ক্রেতারা গরুটা কেনে।
মঙ্গলবার (২০ জুন) নিজের ফেসবুক পেজে হিরো আলম একটি ভিডিও পোস্ট করেছেন। সেখানেই এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
হাটে আপনার নামে গরু ওঠে বিক্রির জন্য, বিষয়টি কীভাবে দেখেন? উত্তরে হিরো আলম বলেন, প্রতিবারই তো হিরো আলমের নামে মানুষ গরু পালে, যারা বিক্রি করে। হিরো আলমের নামে গরুর নাম দিলে হয়তো ভালো বিক্রি হবে।
তিনি আরও বলেন, কেউ হয়তো ভালোবেসে শখ করে এটা রাখে। গরুর নাম হিরো আলম, এবারের ঈদেই নতুন না। এর আগেও এমন ঘটনা ঘটেছে। তাই এটা নিয়ে মন খারাপ করি না আমি। তারা আমাকে ভালোবাসে, এজন্য আমার নামে তারা গরুর নাম রাখে।
কন্টেন্ট ক্রিয়েটর বলেন, এ বছর গাবতলী হাটে আমার নামে গরু আসলে, আমি ফ্রি থাকলে অবশ্যই হাটে গরুটা দেখতে যাব।