রবিবার, ২৮ মে, ২০২৩
22 Apr 2025 10:54 am
|
স্টাফ রিপোর্টার : শুক্রবার রাতে বগুড়ার উত্তর কাটনারপাড়া বাইতুন নাজাত জামে মসজিদে তাফসিরুল কুরআন মাহফিল ও কুরআন সমাজে প্রতিষ্ঠায় কাজ করায় ১৮ ব্যক্তিকে সংবর্ধনা প্রদান করা হয়।
মসজিদের সভাপতি সাহেদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে ওয়াজ ফরমান আন্তর্জাতিক খ্যাতি সম্পন মুফাচ্ছেরে কুরআন ক্বারী আব্দুল্লাহ আল আমিন ঢাকা।
মসজিদেও খতিব মাও: শেখ ফরিদ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন দক্ষিণ বগুড়া গোরস্থান মসজিদেও খতিব মাও: আব্দুস সালাম, অধ্যক্ষ আবু বকর সিদ্দিক, ইমাম মুয়াজ্বিন সমিতির সেক্রেটারী মাও: আব্দুল জলিল,ক্বারী বোরহান উদ্দিন,অধ্যাপক ফখরুল ইসলাম উজ্জল,গবেষক শফিউল আলম,শিক্ষাবিদ আব্দুস সালেক, শাহরিয়ার শান্ত, শাহাদুল ইসলাম, জিল্লুর রহমান,আইয়ুব আলী খন্দকার, আলমগীর হোসেন, আইনুর রহমান, হাফেজ ইউসুফ সাইফি প্রমুখ। অনুষ্ঠানে প্রধান মেহমান দুনিয়াতে শান্তি ও আখিরাতে মুক্তির জন্য কুরআন হাদিসের আলোকে জীবন গড়ার আহবান জানান।