শুক্রবার, ১২ মে, ২০২৩
23 Nov 2024 07:51 am
৭১ভিশন ডেস্ক:- জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা পল্লীমাতা বেগম রওশন এরশাদ এমপি নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন। আজ এক বিবৃতিতে বেগম রওশন এরশাদ বলেন, -লাফিয়ে লাফিয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম বেড়েই চলছে।
সরকার অজুহাত দেখাচ্ছে করোনা পরিস্থিতি ও ইউক্রেন যুদ্ধের। কিন্তু এখনতো আর করোনা নেই এবং ইউক্রেন যুদ্ধের নেতিবাচক প্রভাবে খাদ্র সামগ্রী দাম বাড়ার ব্যাপারে কোন প্রভাব পড়ার কথা নয়। এ দুটি কারনে লাগামহীন ভাবে দাম বাড়বে কেন ? বিস্ময়ের ব্যাপার হচ্ছে বাজারে খাদ্য সামগ্রীর ঘাটতি নেই তারপরেও সাধারন মানুষের নাভিশ্বাস উঠেছে, তাদের ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে। তারা না পারে বলতে না পারে সইতে।
প্রয়োজনীয় জিনিষ পত্রের দাম বাড়ার ব্যাপারে কাজ করছে অনেক অসাধু সিন্ডিকেট ব্যবসায়ী। সরকারকে এই অসাধু সিন্ডিকেট ভাঙ্গতে হবে। সরকার বিভিন্ন পণ্যের দাম নির্ধারণ করে দেয়ার পরেও সেটা মানছে না বিক্রেতারা।
নির্ধারিত মূল্যের বেশী দামে বিক্রি করছে সর্বত্র এবং সবধরনের দ্রব্যসামগ্রী। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। বছরের পর বছর এই সিন্ডিকেট দ্রব্য সামগ্রীর দাম বাড়িয়ে সাধারন মানুষকে সীমাহীন দুঃখ দূরদশা সৃষ্টি করবে এটা হতে দেওয়া যায় না। তিনি টিসিবির দ্রব্য সামগ্রী আরো সঠিকভাবে ও ব্যাপকহারে দেশব্যাপী বিতরণের জন্য সরকারের প্রতি জোর দাবী জানিয়েছেন।
বিরোধী দলীয় নেতা অবিলম্বে সরকারকে সিন্ডিকেট সমুহের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং ব্যাপক জনগোষ্ঠির জন্য দ্রব্য সামগ্রীর দাম সহনশীল পর্যায়ে জনগনের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার আহবান জানান।
বার্তা প্রেরক (জামাল উদ্দিন জামাল) প্রেস সচিব জাতীয় পার্টি, সম্মেলন প্রস্তুতি কমিটি