শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
21 Nov 2024 11:44 pm
আবু ইউসুফ নওগাঁ প্রতিনিধিঃ- ইতিহাস - ঐতিহ্যে ঘেরা ঐতিহাসিক প্রতœতত্ত¡ নিদর্শন নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহার। এবছর ঈদুল ফিতরে ৭২ হাজার দর্শনার্থীর পদচারণায় মুখরিত ছিল বিহার প্রাঙ্গণ।
গেল বছরগুলোর তুলনায় এবছর দিগুণ দর্শনার্থীর ভিড় ছিলো পাহাড়পুরে। ঈদের দিন ২২ এপ্রিল থেকে শুরু করে ২৬ এপ্রিল পযন্ত মোট ৭২ হাজার ৩৬৮ জন দর্শনার্থী ভ্রমন করেছেন পাহাড়পুর। এতে করে মোট রাজস্ব আয় হয়েছে ১৪ লক্ষ ৭৬ হাজার ৩৭৫ টাকা।
আজ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। ঈদকে কেন্দ্র করে প্রতিবছর মুখরিত থাকে পাহাড়পুর বৌদ্ধবিহার। নওগাঁ এবং আশেপাশের জেলা ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে দর্শনার্থীরা আসেন পাহাড়পুরে।
পাহাড়পুর বৌদ্ধবিহারের কাস্টেডিয়ান ফজলুল করিম আরজু জানান, ঈদ, পূজা, পহেলা বৈশাখসহ বিভিন্ন ইভেন্টে পাহাড়পুরে দর্শনার্থীদের পদচারণা বাড়ে। সেই দিক বিবেচনার দর্শনার্থীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দেয়া হয় বেশি। পাহাড়পুর বিহার জুরে সার্বক্ষণিক নিরাপত্তায় রয়েছেন টুরিস্ট পুলিশ। শুধু পুলিশ নয় দর্শনার্থীদের নিরাপত্তায় কাজ করছে স্থানীয় পুলিশ ফাঁড়ি, আনসার বাহিনী। জেলা পুলিশ সুপার এবং জেলা প্রশাসকের সহযোগিতায় ট্রাফিক ব্যবস্থা জরদা করা হয়েছে। এবং পাহাড়পুর জাদুঘরের পক্ষ থেকে টুরিস্টদের সার্বক্ষণিক নিরাপত্তা ও যাবতীয় সুযোগ- সুবিধার বিষয়ক সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।
জেলা প্রশাসন খালিদ মেহেদী হাসান জানান, নওগাঁ ইতিহাস-ঐতিহ্যে ঘেরা জেলা। জেলাজুড়ে বহু প্রাচীন ঐতিহাসিক স্থাপনা রয়েছে। যেগুলোতে বছরজুড়েই দর্শনার্থীরা আসেন দেখার জন্য।
আমরা প্রশাসনের পক্ষ থেকে দর্শনার্থীদের নিরাপত্তাসহ সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করে থাকি। যাতে করে দর্শনার্থীরা নির্বিঘ্নে দর্শনীয় স্থানগুলো পরিদর্শন করতে পারে।