শনিবার, ২২ এপ্রিল, ২০২৩
22 Nov 2024 03:44 pm
লেখক মোঃ ফিরোজ খান:- ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদের এই আনন্দ, খুশি ছড়িয়ে যায় সবার কাছে। শিশু থেকে বৃদ্ধ সবার মধ্যে ছড়িয়ে পড়ে ঈদ আনন্দ।
বাঁকা চাঁদের ঈদ আনন্দ ছড়িয়ে পড়ুক চারদিকে।আনন্দময় হয়ে উঠুক সবার ঈদ আনন্দ।ঈদ সামাজিক মেলবন্ধনের উজ্জ্বল দৃষ্টান্ত।ঈদ আমেজের শুভ্র ভাব ছড়াতে শুরু করে বাঁকা চাঁদ আকাশে উঠতে না উঠতেই। রোজার এক মাস পর আসে আনন্দের কাঙ্ক্ষিত ‘ঈদুল ফিতর’। ঈদ মানেই আনন্দ তবে পরিবার, পরিজন, বন্ধু-বান্ধব, শুভাকাক্সক্ষী নিয়ে ঈদ উদযাপন করলে ঈদের উল্লাস আরো গাঢ় হয়ে ওঠে। দীর্ঘ এক মাস রোজা রাখার পর আসমানি তাগিদে নিজেকে বিলিয়ে দিতে জাকাত ও ফেতরার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে যেমন আমরা গাফেল হব না; ঠিক তেমনিভাবে গরিব, নিঃস্ব, ইয়াতিমদের হক আদায় করে ঈদ আনন্দ ভাগাভাগি করে নেওয়া আমাদের সবার নৈতিক দায়িত্ব।
মুসলিম ধর্মাবলম্বীদের একটি প্রধান উৎসব হলো ঈদুল ফিতর। দীর্ঘ ১ মাস সিয়াম সাধনার পর খুশির আমেজ নিয়ে আসে ঈদ। ঈদে সবাই সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি করার জন্য ছুটে চলে দূরদূরান্ত থেকে শিখড়ের টানে নিজ এলাকায়। সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি করার উপলব্ধি করা যায় ঈদুল ফিতরে। সবচেয়ে বেশি আমেজ দেখা যায় ছোট ছেলেমেয়ে, কিশোর-কিশোরীদের মধ্যে। সবার নতুন জামা আর হাসিমাখা মুখ যেন জানান দেয় দীর্ঘ অপেক্ষার পর ঈদ ফিরে আসা। সবার জীবনে ঈদ আনন্দ বয়ে নিয়ে আসুক। হাসি ফুটুক সবার মধ্যে। আনন্দে কাটুক সবার ঈদ।
রমজান মাস মুসলমানদের ত্যাগ ও আত্মশুদ্ধির মাস। এ মাসে যেমন সারা দিন রোজা রেখে অসহায় ক্ষুধার্তদের কষ্ট অনুভব করা যায়, তেমনি ঈদের নামাজের আগে গরিবদের জাকাত দেওয়ার মাধ্যমে সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে সামাজিক মেলবন্ধন সৃষ্টি করা যায়। এ ছাড়া ঈদকে ঘিরে পড়াশোনা কিংবা চাকরির সুবাদে দূরে অবস্থান করা প্রিয়জন, বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন সবাই একত্র হওয়ার একটা সুযোগ আসে। প্রিয়জনদের সান্বিধ্য যেন ঈদের আনন্দকে বাড়িয়ে দেয় বহু গুণ। তাই তো হাজারো ব্যস্ততায় ক্ষণিকের ছুটি পেলেই ঈদের আনন্দ ভাগাভাগি করতে ছুটে যাই প্রিয়জনদের কাছে।