শনিবার, ০৮ এপ্রিল, ২০২৩
01 Aug 2025 07:22 pm
![]() |
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া জেলা বিএনপির সাবেক সদস্য সচিব, কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেন বলেছেন, তত্ত¡াবধায়ক সরকার ছাড়া জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে না বিএনপি। তিনি আরও বলেন, ঈদের পরে বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সরকার পতনের যে আন্দোলনের ডাক দিয়ে সেই আন্দোলন সফল করার জন্য নেতাকর্মীদের ঝাঁপিড়ে পড়তে হবে। বিদ্যুৎ, গ্যাস ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে এবং কেন্দ্রীয় ঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবিতে শনিবার বগুড়ার নন্দীগ্রাম উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে বিকেল ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।
অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন নন্দীগ্রাম উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার। নন্দীগ্রাম উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদও এর সঞ্চালনায় উক্ত কর্মর্সচীতে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেল, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক তারেক হোসেন সহ ৫টি ইফনিয়নর বিএনপির সভাপতি,সম্পাদক, সাংগঠনিক সম্পাদক ও বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। পরে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।