শনিবার, ০৮ এপ্রিল, ২০২৩
29 Nov 2024 09:30 am
কাহালু (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজগর তালুকদার হেনা বলেছেন, ঈদের পরে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সরকার পতনের যে আন্দোলনের ডাক দিয়ে সেই আন্দোলন সফল করার জন্য সকল নেতাকর্মীদের ঝাঁপিড়ে পড়তে হবে। বিদ্যুৎ, গ্যাস ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে এবং কেন্দ্রীয় ঘোষিত ১০ দফা বাস্তবায়নের দাবিতে শনিবার বগুড়ার কাহালু উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে বিকেল ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।
অবস্থান কর্মসূচিতে সভাপতিত্ব করেন কাহালু উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র ফরিদুর রহমান ফরিদ।
কাহালু উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও মুরইল ইউ পির সাবেক চেয়ারম্যান আ খ ম তোফাজ্জল হোসেন আজাদ এর সঞ্চালনায় উক্ত কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সাবেক সদস্য সচিব, কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মো. মোশারফ হোসেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তাহাউদ্দিন নাইন, বগুড়া শহর বিএনপির সাংগঠনিক সম্পাদক সোলাইমান আলী, কাহালু উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও কাহালু পৌরসভার মেয়র আলহাজ্ব মো. আব্দুল মান্নান, পৌর বিএনপির সভাপতি আনিছার রহমান আনিছ, সাধারণ সম্পাদক প্রভাষক হাফিজার রহমান বাবু, উপজেলা বিএনপির সহ-সভাপতি ও বীরকেদার ইউ পি চেয়ারম্যান মো. ছেলিম উদ্দিন, সহ-সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম, আব্দুল হান্নান, আব্দুল মান্নান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও মালঞ্চা ইউ পি চেয়ারম্যান মো. নেছার উদ্দিন, পৌর বিএনপির সহ-সভাপতি শাহজাহান আলী, ফরিদ উদ্দিন ফকির, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব আব্দুল করিম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদ আলী ভূইয়া, সাংগঠনিক সম্পাদক প্রভাষক মো. শাহাবুদ্দিন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রিমন, জেলা যুবদলনেতা শাহাদত হোসেন সোহাগ, আজিজুল হক কলেজ ছাত্রদলনেতা মেহেদী হাসান সৌরভ,, উপজেলা মহিলা দলের সভানেত্রী মমতা আরজু কবিতা, পৌর কাউন্সিলর দেলোয়ার হোসেন বাদল, রশিদা আকতার বাবলী, বিএনপিনেতা মকবুল হোসেন, মাহবুবুর রহমান, শফিক তালুকদার, কোরবান আলী, মুনসুর রহমান, আব্দুর রশিদ, ইদ্রিস আলী, আব্দুল ওয়াহেদ,আবু তালেব সাকি, মিনু, ইকবাল হোসেন, আবুল কালাম আজাদ, সাইফুল ইসলাম, কাহালু পৌর যুবদলের আহবায়ক পারভেজ আলম, সিনিয়র যুগ্ম আহবায়ক খোকন খান, যুগ্ম আহবায়ক মোহাম্মাদ আলী সুমন, আব্দুল করিম, মিলন সরদার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আকতার আজম, ইনছান আলী খান, কাহালু উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আবুল কালাম আজাদ তালুকদার, সদস্য সচিব ফাহিম আহম্মেদ সুমন, কাহালু উপজেলা ছাত্রদলের সভাপতি মুরাদ আহম্মেদ মধু, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সিনিয়র সহ-সভাপতি রাবিক ইমতিয়াজ শাওন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমীর মোস্তফা রেজওয়ান স্বাধীন, কাহালু পৌর ছাত্রদলের সভাপতি রাসেল আহম্মেদ ফাহিম, সাধারণ সম্পাদক রিমন রাহাদ, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবু জ্বর আল গেফারী, যুগ্ম আহবায়ক নাজমুস শাহাদত নয়ন, পৌর কৃষকদলের আহবায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব শামছুল হক, পৌর শ্রমিক দলের সভাপতি জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, যুবদলনেতা মেরাজ ইসলাম, জামিল, ফরহাদ, মামুন, রায়হন সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। অবস্থান কর্মসূচি শেষে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।