বৃহস্পতিবার, ০৬ এপ্রিল, ২০২৩
29 Nov 2024 10:31 am
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :- বগুড়ার আদমদীঘিতে গাঁজা সেবনের দায়ে চার যুবকের ৭দিন করে বিনাশ্রম কারাদন্ড ও ১শ টাকা করে জরিমানার করেছেন ভ্রাম্যমান আদালত।
গতকাল বৃহস্পতিবার (৬এপ্রিল)। দুপুরে নির্বাহি ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহি অফিসার টুকটুক তালুকদার এই আদেশ দেন। দন্ডপ্রাপ্তরা হলো- আদমদীঘি উপজেলার রড়আখিড়া গ্রামের হামিদুল ইসলামের ছেলে মজনু মিয়া (৩২, পশ্চিম সিংড়া গ্রামের আনসার মন্ডলের ছেলে ইউসুফ মন্ডল (২৯) একই গ্রামের কালাম মন্ডলের ছেলে রাশেদুল ইসলাম (২৬) ও শফিকুল ইসলামের ছেলে জাহিদ হাসান (২২)।
পুলিশ জানান, উপজেলার বিভিন্ন স্থানে বিরোধী অভিযান চালিয়ে বড়-আখিড়া দীঘিরপাড় নামক স্থানে গাঁজা সেবনের সময় উল্লেখিত ব্যক্তিদের আটক করা হয়। এরপর ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে তারা দোষ স্বীকার করায় ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিষ্ট্রেট তাদের ওই কারাদন্ড ও জরিমানার আদেশ দেন।