বৃহস্পতিবার, ০৬ এপ্রিল, ২০২৩
29 Nov 2024 10:33 am
মোশফেকুর রহমান রিপন পলাশবাড়ী প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার মূল্য স্থিতিশীল রাখার নিমিত্তে বাজার মনিটরিং-এর অংশ হিসেবে গাইবান্ধার পলাশবাড়ীতে ভ্রাম্যমান অভিযানে ৬ ব্যবসায়ীর নিকট থেকে ১১ হাজার জরিমানা আদায় করা হয়।বুধবার (৫ এপ্রিল) বিকেলে পৌরশহরের কালীবাজার এলাকায় হোটেল এবং গালামাল-মুদি দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিট্রেট এস.এম ফয়েজ উদ্দিন। থানা পুলিশের একটি টিমের সহযোগিতায় জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. শাহ মোয়াজ্জেম হোসেন, পৌর কাউন্সিল’র মাহমুদুল হোসেন ও মঞ্জুরুল তালুকদার মঞ্জুসহ অন্যান্য এসময় উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম ফয়েজ উদ্দিন জানান, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখার জন্য সংশ্লিষ্ট সকলকে দিক-নির্দেশনা প্রদানসহ পণ্যের মূল্য তালিকা নিয়মিত হালনাগাদ রাখার জন্য বিশেষভাবে পরামর্শ প্রদান করা হয়। এমন অভিযান অব্যাহত থাকবে।