বুধবার, ০৫ এপ্রিল, ২০২৩
01 Aug 2025 08:20 pm
|
৭১ভিশন ডেস্ক:- অদ্য ০৫/০৪/২০২৩ খ্রি. জনাব মোঃ শাহ আবিদ হোসেন, বিপিএম-বার সম্মানিত ডিআইজি (প্রশাসন), এপিবিএন হেডকোয়ার্টার্স, বাংলাদেশ পুলিশ, ঢাকা। ৪ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, বগুড়ার আগামী ২৫/০৪/২০২৩ খ্রি. তারিখ হতে শুরু হওয়া টিআরসিদের মৌলিক প্রশিক্ষণের জন্য বিদ্যমান সক্ষমতা এবং প্রশিক্ষণ পূর্ববর্তী প্রস্তুতি সংক্রান্তে প্রশিক্ষণ অবকাঠামো পরিদর্শন করেন।
ডিআইজি মহোদয়কে লাল গালিচায় ফুলেল অভ্যর্থনা জানান ৪ এপিবিএন, বগুড়ার সুযোগ্য অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) জনাব সৈয়দ আবু সায়েম, বিপিএম-সেবা। অত্র ব্যাটালিয়নের একটি সুসজ্জিত চৌকস দল তাঁকে গার্ড অফ অনার প্রদান করে। পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন অত্র ব্যাটালিয়নের সহ-অধিনায়ক (পুলিশ সুপার) জনাব মোঃ মাহফুজ আফজাল, অতিরিক্ত পুলিশ সুপার জনাব তাপস সরকার, সহকারী পুলিশ সুপার জনাব মোহাম্মদ তৌফিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার জনাব নাহিদ হাসান, সহকারী পুলিশ সুপার জনাব একেএম খালেকুজ্জামান, পিপিএম, আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ, বগুড়া, প্রিন্সিপাল, জনাব এ.টি.এম মোস্তফা কামাল। ডিআইজি মহোদয় অত্র ব্যাটালিয়নের সকল অফিসারদের সাথে মতবিনিময় করেন।