মঙ্গলবার, ০৪ এপ্রিল, ২০২৩
01 Aug 2025 07:40 pm
![]() |
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ৬ নং বেতকাপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম তুলে ধরে পরিষদের ৯ জন ইউপি সদস্য অনাস্থার আবেদন দিয়েছেন। আজ ৩ এপ্রিল সোমবার বেতকাপা ইউনিয়ন পরিষদের ৯ জন ইউপি সদস্য উপজেলা নির্বাহী অফিসার বরাবরে অনাস্থার আবেদন করেন। এদিন আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমকর্মীদের বিষয়টি জানান অভিযোগকারী ইউপি সদস্যগণ।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বেতকাপা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তা সদস্যদের ক্ষমতা খর্ব করে স্বেচ্ছাচারিতা করে পরিষদ চালাচ্ছেন। ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন প্রকল্পের টাকা আত্নসাৎ ও প্রকল্পে অনিয়ম,ইউপি সদস্যদের হুমকি ধামকি,পরিষদের নীতিমালা না মানা,মাসিক মিটিং না করা,পরিষদের বাৎসরিক হিসাব এবং সম্মানী ভাতা পরিশোধ না করা। যেমন, ২০২১-২২ অর্থ বছরে ১% এর উত্তোলনকৃত টাকা ভূয়া কার্যক্রম দেখিয়ে অর্থ আত্নসাৎ। জম্মনিবন্ধনে ফি বেশি নেওয়া। গত ২০২১-২২ অর্থ বছরে ভিজিএফএ চাল কম দেওয়া। ২০২৩-২৪ অর্থ বছরে ভিজিডির তালিকা প্রনয়ণে চাকুরীজীবি,ব্যবসায়ী ও অর্থশালী ব্যক্তিদের কার্ড করে দেওয়া। ইউনিয়ন পরিষদের ট্যাক্সের টাকা পরিষদের হিসাব নাম্বারে না রেখে নিজের একাউন্টে রাখা। টিসিবির কার্ড নিজের কাছে রেখে মাল উত্তোলন করা। ২০২১-২২ অর্থ বছরে ৪০ দিনের কর্মসূচিতে অন্যজনের নাম দিয়ে টাকা উত্তোলন করা। অবৈধভাবে সরকারি রাস্তার গাছ কর্তনসহ বিভিন্ন অনিয়ম-দূর্নীতি করে আসছেন।
অনাস্থা আবেদনে প্রস্তাবকারী ইউপি সদস্যরা হলেন সোহেল রানা,আবু তাহের সরকার,মোরশেদ আলম, আব্দুল মালেক আকন্দ, মোস্তাফিজার রহমান,ময়নুল হক মন্ডল,বাদশা মিয়া,আতোয়ারা বেগম ও রওশন আরা বেগম।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার কামরুজ্জামান নয়ন সাংবাদিকদের বলেন,এবিষয়ে একটি আবেদন পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে স্থানীয় সরকার আইন (ইউনিয়ন পরিষদ) অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।