সোমবার, ০৩ এপ্রিল, ২০২৩
01 Aug 2025 07:40 pm
![]() |
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : আদমদীঘির সান্তাহারে নেশার ১৫পিস এ্যাম্পলসহ সজল (২৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে ফাঁড়ি পুলিশ। সে নওগাঁ সদরের নিউ সাহাপুর গ্রামের বিপ্লব হোসেনের ছেলে। গত রোববার (২ এপ্রিল) রাত ৯টায় স্টেশন রোডের জনৈক টুটুলের দোকানের সামনে থেকে থাকে গ্রেফতার করা হয়। এ ব্যাপারে সান্তাহারের টিএসআই রকিব হোসেন বাদি হয়ে থানায় একটি মামলা করেছে।
পুলিশ জানায়, গত রোববার রাতে সজল নামের ওই যুবক সান্তাহার রেলওয়ে স্টেশন রোডে জনৈক টুটুলের দোকানের সামনে রাস্তায় মাদক বিক্রি করছে। এমন সময় তাকে আটক করার পর দেহ তল্লাশি করে ১৫ পিস নেশার এ্যাম্পল জব্দ করা হয়।
আবু মুত্তালিব মতি