সোমবার, ০৩ এপ্রিল, ২০২৩
29 Nov 2024 05:44 am
এস এম দৌলত, জেলা প্রতিনিধি,বগুড়াঃ বগুড়ার গাবতলী উপজেলার অন্তর্গত সোনারায় ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাচিত কমিটি ভেঙ্গে অসাংগঠনিক প্রক্রিয়ায় আহ্বায়ক কমিটি গঠনের অভিযোগ পাওয়া গেছে। এমন অভিযোগ করেছেন সোনারায় ইউনিয়ন আওয়ামী লীগের নির্বাচিত সাধারণ সম্পাদক ও ২নং সোনারায় ইউনিয়ন পরিষদের নৌকা মার্কার চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান আলতাব।
তিনি বলেন হঠাৎ করে গত ২৫শে মার্চ ২০২৩ গাবতলী উপজেলা আওয়ামী লীগ সোনারায় ইউনিয়ন আওয়ামী লীগের কমিটি ভেঙ্গে নিয়ে অসাংগঠনিক প্রক্রিয়ায় আহ্বায়ক কমিটি গঠন করেন গাবতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মিলু ও সাধারণ সম্পাদক ফয়সাল খান জনি। এ ব্যাপারে তাকে পূর্ব থেকে কোনরুপ অবগত না করা হয় নাই। এটা স্বেচ্ছাচারিতা এবং সংগঠন বিরোধী কর্মকান্ড বলে তিনি উল্লেখ করেন।
শুধুমাত্র ব্যক্তি স্বার্থ রক্ষা করার জন্য এধরণের সিদ্ধান্ত নেয়া হয়েছে এতে সংগঠন শক্তিশালী হবে না বরং ক্ষতিগ্রস্থ হবে। তিনি এহেন অসাংগঠনিক কর্মকান্ডের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা এস এম কামাল হোসেন এবং বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু এমপির সহযোগিতা কামনা করেছেন।