শনিবার, ২৫ মার্চ, ২০২৩
22 Nov 2024 02:00 am
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে ধরা পড়ে ৪ কেজি ওজনের দুই ইলিশ। এরপর তোলা হয় উন্মুক্ত নিলামে। ইলিশ দুটি বিক্রি হয়েছে ১৭ হাজার ২০০ টাকায়।
আজ শনিবার (২৫ মার্চ) দৌলতদিয়া মৎস্য আড়তে মাছটি দুটি নিলামে বিক্রি হয়। এর আগে শুক্রবার রাতে পদ্মা নদীতে জেলেদের জালে মাছ দুটি ধরা পড়ে।
শনিবার সকালে দৌলতদিয়ার দুলাল মন্ডলের আড়তে মাছ দুটি উন্মুক্ত নিলামে তোলা হলে ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী শাহাজাহান শেখ প্রতি কেজি চার হাজার টাকা দরে ১৬ হাজার টাকায় কিনে নেন।
শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক মাছ ব্যবসায়ী মো. শাহজাহান শেখ বলেন, সকালে চার কেজি ওজনের দুটি ইলিশ প্রতি কেজি চার হাজার টাকা দরে মোট ১৬ হাজার টাকায় কিনে এনে মোবাইল ফোনে যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর কাছে প্রতি কেজি চার হাজার ৩০০ টাকা দরে মোট ১৭ হাজার ২০০ টাকায় বিক্রি করেছি। ইলিশ দুটি বিক্রি করে আমার এক হাজার ২০০ টাকা লাভ হয়েছে।