মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩
01 Aug 2025 03:12 pm
![]() |
হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ- দিনাজপুরের হাকিমপুর উপজেলার সাদুরিয়া গ্রামে গাছ থেকে সজনে ডাঁটা পাড়াকে কেন্দ্র করে শাহিদা বিবি তার বৃদ্ধা শাশুড়ী, অন্তসত্বা মেয়ে ও নাবালক ছেলেকে মারধর করার অভিযোগ উঠেছে। অন্তসত্বা ও বৃদ্ধা হাসপাতালে ভর্তি, থানায় অভিযোগ।
সোমবার (২০ মার্চ) রাতে এবিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীর পরিবার। লিখিত অভিযোগে জানা যায়, এনামুলের পরিবারের সঙ্গে দীর্ঘদিন যাবৎ সম্পত্তি ও পারিবারিক বিরোধ চলছিল তসলিম মন্ডলের পরিবারের সাথে। সোমবার দুপুরে শাহিদার শাশুড়ী ও ছেলে গাছ থেকে সজনে ডাঁটা পাড়তে গেলে পূর্বশত্রুতার জেরে এনামুলের পরিবারের লোকজন লাঠি, সোঠা ও দেশীয় অস্ত্র দিয়ে মারধর করে। এসময় তাদেরকে উদ্ধার করতে গেলে শাহিদা ও তার ৯ মাসের অন্তসত্বা মেয়ে বৃষ্টিকেও নির্মমভাবে নির্যাতন করে। এসময় তাদের আত্বচিৎকারে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। অভিযোগে আরও জানা যায়, এর আগেও এনামুলের পরিবার তাদের শারীরিক নির্যাতন করেছিল।
হাকিমপুর থানার দ্বায়িত্বপ্রাপ্ত অফিসার এসআই সাদ্দাম হোসেন বলেন, অভিযোগ পেয়েছি, হাসপাতালে অফিসার পাঠানো হয়েছিল। ঘটনাস্থল পরিদর্শন করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মোকছেদুল মমিন মোয়াজ্জেম