শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩
28 Nov 2024 12:43 pm
আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শেরপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘১০৩ তম জন্মবার্ষিকী’ ও ‘জাতীয় শিশু দিবস’ পালন করা হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার (১৭ মার্চ) ১০টা শেরপুর উপজেলা চত্বরে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপজেলা প্রশাসন, শেরপুর থানা পুলিশ, বাংলাদেশ আওয়ামীলীগ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ, মসজিদে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোছা. সানজিদা সুলতানার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ গোলাম ফারুক, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব শাহ জামাল সিরাজী, সহকারি পুলিশ সুপার আরিফা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার শেরপুর সার্কেল সজীব শাহরীন, শেরপুর থানা অফিসার ইনচার্জ আতাউর রহমান খোন্দকার, পুলিশ পরিদর্শক (তদন্ত) লাল মিয়া, শেরপুর ট্রাফিক ফাঁড়ির ইনচার্জ ইয়াজদানি, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু, প্রাণীসম্পদ অফিসার ডা: মো: রায়হান পিএএ, উপজেলা কৃষি কর্মকর্তা মোছাঃ ফারজানা আক্তার, ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার নাদির হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছাঃ শামছুন্নাহার শিউলীর, এসআই রবিউল ইসলাম প্রমুখ।
এরপর বঙ্গবন্ধুসহ ১৫ আগস্ট নিহতদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে স্বাধীনতার জন্য শহীদদের আত্মার মাগফেরাত এবং দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।