বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩
01 Aug 2025 02:37 pm
![]() |
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে সাড়ে ৬শ গ্রাম গাঁজাসহ সাদ্দাম হোসেন (৩৪) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।গত বুধবার (১৫মার্চ) রাতে উপজেলার সাইলোগামী রাস্তায় আজমেরী গ্রুপ এর সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। সাদ্দাম হোসেন আদমদীঘির কলসা হলুদঘর গ্রামের মতিউর রহমান মুকুলের ছেলে। এব্যাপারে মাদক আইনে মামলা হয়েছে।
পুলিশ জানায়, গত বুধবার রাত সাড়ে ১০টায় আদমদীঘি উপজেলার সান্তাহার আজমেরী গ্রæপ এর সামনে সাইলোগামী রাস্তায় মাদক বিক্রি করা হচ্ছে। এমন গোপন সংবাদের ভিক্তিতে উল্লেখিত স্থানে অভিযান চালিয়ে সাড়ে ৬শ গ্রাম গাঁজাসহ সাদ্দাম হোসেনকে গ্রেফতার করা হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম জানান, গতকাল বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়ছে।
আবু মুত্তালিব মতি