সোমবার, ১৩ মার্চ, ২০২৩
01 Aug 2025 04:18 pm
![]() |
লিভারপুল তারকার মিশরের বাড়িতে চুরি হয়েছে। আর চুরির পাশাপাশি সেখানে অদ্ভুত কিছু ঘটনাও ঘটেছে। চুরি করতে এসে চোরেরা কিছু স্যাটেলাইট রিসিভার নিয়ে পালিয়েছে। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন মতে, চুরির ঘটনায় তদন্ত করছে পুলিশ। কে বা কারা সালাহর বাড়িতে চুরি করেছে সে সম্পর্কে এখনও কিছুই জানা যায়নি।
বাড়িতে কেউ না থাকায় চুরির বিষয়টি সর্বপ্রথম নজরে আসে সালাহর ভাগিনার। তিনিই প্রথম লক্ষ্য করেন সালাহর বাড়ির জানালাগুলো খোলা। সন্দেহ হওয়ায় তাৎক্ষণিকভাবে তিনি বাসায় প্রবেশ করেন এবং মালামাল ঠিকঠাক আছে কি-না দেখেন। চেক করতে গিয়ে তার নজরে আসে, বাড়ির জিনিসপত্রগুলো বেশ অগোছালো হয়ে আছে, আর সেখান থেকে কয়েকটা স্যাটেলাইট রিসিভার খোয়া গেছে।
অদ্ভুত এই ঘটনার তদন্তে এখন ব্যস্ত সময় কাটাচ্ছে পুলিশ। বাসার নিরাপত্তা রক্ষীদের ইতোমধ্যে জিজ্ঞাসাবাদ করা শেষ এবং সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণও শুরু হয়ে গেছে।