রবিবার, ১২ মার্চ, ২০২৩
01 Aug 2025 05:29 pm
![]() |
খোকন হাওলাদার, গৌরনদী(বরিশাল)প্রতিনিধি: বরিশালের আগৈলঝাড়ায় এক মাদক ব্যবসায়ীকে গাঁজার গাছসহ গ্রেফতার করেছে আগৈলঝাড়া থানা পুলিশ। এঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।
আগৈলঝাড়া থানার এস আই মোঃ তারিকুল ইসলাম জানান গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রত্নপুর ইউনিয়নের মোল্লাপাড়া গ্রামের মৃত.ইউসুফ আলী মৃধার ছেলে মাদক ব্যবসায়ী ছোবাহান মৃধাকে নিজের লাগানো গাঁজার গাছসহ শনিবার (১১ মার্চ) রাতে এস আই মোঃ তারিকুল ইসলাম গ্রেফতার করেন গ্রেফতারের সমায় সঙ্গে ছিলেন এস আই মিল্টল মন্ডল, এ এস আই মোঃ আল-মামুন।
সে(ছোবাহান মৃধা)দীর্ঘদিন ধরে গাঁজা গাছ লাগিয়ে গাঁজার ব্যবসা করে আসছিল। এঘটনায় এস আই মোঃ তারিকুল ইসলাম বাদী হয়ে আগৈলঝাড়া থানায় শনিবার রাতেই মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন, যার নং-৪। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে রোববার (১২ মার্চ) বরিশাল আদালতে প্রেরন করা হয়েছে।