রবিবার, ১২ মার্চ, ২০২৩
12 Mar 2025 01:51 am
|
আবু জাহের, শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শেরপুরে উপজেলা কাঁচামাল ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণসভা অনুষ্ঠিত হয়েছে। গত ১২ মার্চ রবিবার সকালে শেরপুর পৌরসভা হলরুমে অত্র সমিতির সভাপতি আমিনুল ইসলাম ঠান্ডুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেন এর সঞ্চালনায় সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র সমিতির আজিবন প্রধান উপদেষ্ঠা ও শেরপুর পৌরসভার মেয়র আলহাজ¦ জানে আলম খোকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিনু এগ্রো ফুড এর সত্বাধীকারী বিশিষ্ঠ ব্যবসায়ী আলহাজ¦ শফিকুল ইসলাম শিরু, বগুড়া জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ও অত্র সমিতির উপদেষ্ঠা আরিফুর রহমান মিলন, শেরপুর পৌরসভার কাউন্সিলর বদরুল ইসলাম পোদ্দার ববি, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও কাউন্সিলর ফিরোজ আহম্মেদ জুয়েল, পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদ জসিম উদ্দিন মন্ডলসহ অত্র সমিতির সকল সদস্যবৃন্দ। সাধারণ সভায় প্রধান অতিথি প্রস্তাবিত নতুন কমিটির নাম ঘোষনা করেন। এতে সভাপতি আমিনুল ইসলাম, কার্যকরি সভাপতি আব্দুস সালাম শেখ, সহ সভাপতি সাইদুল মন্ডল, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সহ সাধারণ সম্পাদক মাফুজার রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আনিছুর রহমান, সাংগাঠনিক সম্পাদক মোখলেছুর রহমান, কোষাধ্যক্ষ এরশাদ আলী, প্রচার সম্পাদক আলম হোসেন, দপ্তর সম্পাদক আব্দুল মান্নান, ক্রীড়া সম্পাদকঃ রতন, ধর্মীয় সম্পাদক আমির হোসেন নির্বাচিত হয়।