শনিবার, ১১ মার্চ, ২০২৩
01 Aug 2025 04:23 pm
![]() |
ইংল্যান্ড দলের বাংলাদেশ সফর এখনো শেষ হয়নি। এরই মাঝে আয়ারল্যান্ড ক্রিকেট দল আজ আসছে। সকালে ঢাকায় পৌঁছে শাহজালাল থেকে সিলেটের বিমান ধরবেন আইরিশরা।
সফরে তিনটি ওয়ানডে ম্যাচই খেলবেন তারা সিলেটে। ১৮, ২০ ও ২৩ মার্চ ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
এরপর চট্টগ্রামে ২৭, ২৯ ও ৩১ মার্চ তিনটি টি ২০।
সেখান থেকে ঢাকায় ফিরে একমাত্র টেস্ট খেলবে অতিথিরা। ৪ এপ্রিল মিরপুরে শুরু হবে একমাত্র টেস্ট। তিন সংস্করণেই আয়ারল্যান্ড ক্রিকেট দলকে নেতৃত্ব দেবেন অ্যান্ড্র- বালবার্নি।