শনিবার, ১১ মার্চ, ২০২৩
24 Jul 2025 04:19 am
![]() |
পবিত্র রমজান উপলক্ষে ৫০ শতাংশ মূল্যছাড়ের ঘোষণা দিয়েছে অনলাইন মার্কেটপ্লেস অ্যামাজন। আজ ১১ মার্চ থেকে ২১ মার্চ পর্যন্ত দুবাইয়ে এছাড় প্রযোজ্য। ১১ মার্চ প্রাইম মেম্বারদের জন্য চালু হবে এ অফার। সব ধরনের গ্রাহকদের জন্য এ অফার শুরু হবে ১২ মার্চ।
অ্যামাজনের জিসিসি রিটেইল ডিরেক্টর স্টেফানো মার্তিনেল্লি জানান, এ অঞ্চলে বছরের সবচেয়ে আনন্দের ও তাৎপর্যপূর্ণ সময় হচ্ছে রমজান। গ্রাহকরা যাতে রমজানের প্রস্তুতি নিতে পারে, সেজন্য এ অফার নিয়ে হাজির হচ্ছি।
তিনি আরও জানান, দান-খয়রাতের এ গুরুত্বপূর্ণ মাসে এমিরেটস রেড ক্রিসেন্ট ও ইউনিলিভারের সঙ্গে সহযোগিতায় নামতে পেরে আমরা কৃতজ্ঞ।
রোজার প্রথম দিন থেকে ‘গিভিং ব্যাক টু দ্য কমিউনিটি’ নামে একটি উইশলিস্ট চালু করতে যাচ্ছে অ্যামাজন। এর মাধ্যমে প্রয়োজনীয় জিনিস ক্রয় করে এমিরেটস রেড ক্রিসেন্টের মাধ্যমে প্রয়োজনীয় পণ্যসামগ্রী দান করতে পারবে ক্রেতারা। সূত্র: অ্যারাবিয়ান বিজনেস