বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
25 Jul 2025 06:38 am
![]() |
এসএম সিরাজ বগুড়া:- বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ড. মোস্তফা ফয়সাল পারভেজ দলীয় মনোনয়ন পাওয়ার পর থেকেই দুই উপজেলার গ্রামে-গঞ্জে বিরামহীনভাবে ছুটে চলেছেন। তরুণ নেতাকে পেয়ে উজ্জীবিত হয়ে উঠেছেন স্থানীয় নেতাকর্মিরা। অলসতা ঝেড়ে ফেলে দলীয় প্রার্থীর প্রচারনায় নেমেছেন শত শত নেতাকর্মি।
বুধবার সকাল থেকে নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের বিভিন্ন স্থানে, কুন্দারহাট বাজার, চাকলমা বাজার,কালিশ-পুনাইল, বিজরুল বাজার ও উপজেলা হেলথ কমপেক্স, হাটকড়ই বাজার, ভুস্কুর বাজার ও কল্যাননগর বাজারে গিয়ে সাধারন মানুষের সাথে কুশল বিনিময় করেছেন ড.পারভেজ। তিনি এই ইউনিয়নের বিভিন্ন স্কুল মাদ্রাসা পরিদর্শন করেন। সেখানকার ছাত্র-ছাত্রী এবং শিক্ষক-কর্মচারিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় তার সাথে ছিলেন জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের জেলা সভাপতি মো: মঞ্জুরুল ইসলাম রাজু, উপজেলা জামায়াতের নায়েবী আমির আলহাজ্ব মো: আনোয়ার হক, নায়েবে আমির আব্দুল মালেক, সেক্রেটারি মো: গোলাম রাব্বানী, বিশিষ্ট আলেম ড. আবু সালেহ মামুন, মাওলানা রুহুল আমিন যুক্তিবাদী, সাবেক ছাত্রনেতা হোসাইন মোহাম্মদ মানিক, শেখ সাদি, ভাটগ্রাম ইউনিয়ন আমির মাওলানা জুলফিকার, সেক্রেটারি মাওলানা আবু সাইদ এবং প্রত্যাশা ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মো: নাজমুস সাকিব সহ অন্যান্য নেতৃবৃন্দ।
ড. মোস্তফা ফয়সাল পারভেজ বলেন, “নন্দীগ্রাম এবং কাহালু উপজেলার মানুষ মাত্র কয়দিনেই আমাকে আপন করে নিয়েছেন। যেখানেই যাচ্ছি সাধারন মানুষের ভালোবাসায় সিক্ত হচ্ছি। এসব মানুষের কল্যাণে নিজেকে উজাড় করে দিতে চাই। কাহালু-নন্দীগ্রামের প্রতিটি জনপদকে উন্নয়নের ছোঁয়ায় বদলে দেওয়ার স্বপ্ন দেখছি সারাক্ষণ। ইনশাআল্লাহ আমরা সফল হবো।”