বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
25 Jul 2025 06:32 am
![]() |
শাহ আলী বাচ্চু স্টাফ রিপোর্টার জামালপুর:-জামালপুরে পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে বদলিজনিত পুলিশের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার,২৩ জুলাই; জামালপুর জেলার নরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ ওবাইদুল হক এর বদলিজনিত বিদায় উপলক্ষে জামালপুর জেলার পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা এর সভাপতিত্বে পুলিশ সুপারের কার্যালয় সম্মেলন কক্ষে বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পুলিশ সুপার মহোদয় বিদায়ী অতিথির কর্মদক্ষতার বিভিন্ন নিদর্শন তুলে ধরেন এবং একসাথে কাজ করার বর্ণিল স্মৃতিচারণকালে উপস্থিত সকলেই আবেগাপ্লুত হন। পরবর্তীতে পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশ জামালপুরের পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা স্মৃতিস্মারক উপহার দেন।
এ সময় উপস্থিত ছিলেন মোঃ সোহেল মাহমুদ পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রসাশন ও অর্থ), জামালপুর।ইয়াহিয়া আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল),জামালপুর।মোঃ রাজু আহমেদ, সহকারী পুলিশ সুপার।মোঃ নাজমুস সাকিব, ওসি ডিবি-১,জামালপুর্।আবু ফয়সল মোঃ আতিক, অফিসার ইনচার্জ,জামালপুর সদর থানা।মোঃ জাহাঙ্গীর কবির, টিআই-১,শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক,জামালপুর ।মোঃ নজরুল ইসলাম, আরওআই, পুলিশ অফিস, জামালপুর।মোঃ আবুল হোসেন, কোর্ট ইন্সপেক্টর-১,জামালপুর।মোঃ গোলাম সারোয়ার, ইনচার্জ, কন্ট্রোল, জামালপুর।মোঃ কামরুজ্জামান তালুকদার, পুলিশ পরিদর্শক (নিঃ),অপরাধ শাখা,পুলিশ অফিস, জামালপুর ।মোঃ ইকবাল হোসেন, পুলিশ পরিদর্শক (নিঃ),ইনচার্জ, ০২ নং পুলিশ ফাঁড়ি,জামালপুর।শাহজাদা মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, পুলিশ পরিদর্শক (নিঃ), ডিআইও-১,বিশেষ শাখা (ডিএসবি)।মোঃ ওবাইদুল হক একজন সৎ,দক্ষ, মেধাবী ও সাহসী পুলিশ অফিসার ছিলেন।তিনি অত্যন্ত সুনামের সাথে জামালপুর নরুন্দি তদন্ত কেন্দ্র এর ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন।