বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
25 Jul 2025 06:32 am
![]() |
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি:- বগুড়ার আদমদীঘিতে একই দিন লিপি আক্তার শাহিনা (৩০) নামের এক গৃহবধূ ও মুন্না হোসেন (২২) নামের এক যুবক আত্মহত্যা করেছে।গত মঙ্গলবার (২২ জুলাই) দুপুরে উপজেলার বশিপুর গ্রামে নিজ বাড়িতে বিষপানে লিপি আক্তার ও রাতে মুন্না হোসেন আদমদীঘি সদরে ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।গৃহবধূ লিপি আক্তার শাহিনা আদমদীঘি উপজেলার সান্তাহার বশিপুর গ্রামের ফিরোজ সরদারের স্ত্রী ও মুন্না হোসেন আমইল গ্রামের পিন্টু মন্ডলের ছেলে।পুলিশ লিপি আক্তারের মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ ও মুন্না হোসেনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে।
পুলিশ ও স্থানীয় জানায়, আদমদীঘি উপজেলার বশিপুর গ্রামের লিপি আক্তার শাহিনা পারিবারিক কলহের কারনে স্বামীর সাথে অভিমান করে গত মঙ্গলবার দুপুরে বিষাক্ত গ্যাস ট্যাবলেট খেয়ে অসুস্থ হলে তাকে নওগাঁ হাসপাতালে নেয়ার পথে মারা যায়।তাকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে পুলিশ।অপরদিকে একই দিন রাতে উপজেলার আমইল গ্রামের মুন্না হোসেন আদমদীঘি সদরে জনৈক নুরুল ইসলামের ভাড়া বাসায় তালাক দেয়া স্ত্রীর সাথে মোবাইল ফোনে কথা কাটাকাটির এক পর্যায়ে ক্ষোভে সিড়ি ঘরের ছাদের রডের সাথে গলায় দড়ির ফাঁস দিয়ে আত্মহত্যা করে। বাদি না থাকায পুলিশ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেন।
আদমদীঘি থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান বিষয় নিশ্চিত করে বলেন, এসব ঘটনায় থানায় পৃথক দুটি ইউডি মামলা হয়েছে।
আবু মুত্তালিব মতি,আদমদীঘি বগুড়া প্রতিনিধি