বৃহস্পতিবার, ০৯ মার্চ, ২০২৩
15 Jan 2025 06:36 pm
বৃহস্পতিবার (৯ মার্চ) বিকেল ৩টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হয় বাংলাদেশ ও ইংল্যান্ড। ম্যাচটিতে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।
দলে অভিষেক হয়েছে তৌহিদ হৃদয়ের। এছাড়া দীর্ঘ সাত বছর পরে আবার খেলতে নেমেছেন রনি তালুকদার। তাতে অন্যরকম একটি রেকর্ড গড়েছেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের ডেভন টমাস ১০২ ম্যাচ পরে দলে ডাক পেয়েছিলেন। আর তার পরেই জায়গা হলো বাংলাদেশের রনি তালুকদারের। তিনি ১০০ ম্যাচ পরে আবারও লাল-সবুজের জার্সি গায়ে মাঠে নেমেছেন। এতে দীর্ঘদিন পরে আবারও খেলতে নামার রেকর্ড বইয়ে জায়গা পেলেন বাংলাদেশি ক্রিকেটার।
২০১৫ সালের ৭ জুলাই সর্বশেষ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেছিলেন রনি। সেটিই ছিল বাংলাদেশের হয়ে রনির প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। ওই ম্যাচে ২২ বলে ২১ রান করেছিলেন তিনি। তারপরে আর খেলতে দেখা যায়নি এই ওপেনারকে।
বিপিএলের নবম আসরে রংপুর রাইডার্সের হয়ে ১৩ ম্যাচ খেলে ১২৯ এর বেশি স্ট্রাইক রেট নিয়ে ৪২৫ রান করেন রনি। তার এই রান ছিল আসরের দ্বিতীয় সর্বোচ্চ। ফলে খুব সহজেই নজর কাড়েন তিনি। আর ফল হিসেবে দীর্ঘদিন পরে জায়গা করে নেন জাতীয় দলে।