মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
29 Jul 2025 12:17 pm
![]() |
পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি:- রংপুরের পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের প্যানেল প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহন করেছেন ইউপি সদস্য শাহজালাল মিয়া।
সোমবার দুপুরে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম নিজ কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে শাহজালাল মিয়াকে এ দায়িত্ব দায়িত্ব প্রদান করেন। এ সময় উক্ত ইউনিয়নের অন্যান্য ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সূত্র জানায়, রামনাথপুর ইউনিয়নের পূর্ববর্তী চেয়ারম্যান সাদেকুল ইসলাম বিএসসি ২০১৭ সালের ২৪ আগস্ট নৌকা প্রতিকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।কিন্তু পীরগঞ্জ পৌরসভার সীমানা সংক্রান্ত জটিলতায় মামলার কারণে রামনাথপুর, পীরগঞ্জ ৯নং সদর ও ৮নং রায়পুর ইউনিয়নে পরবর্তিতে নির্ধারিত সময়ে কোন নির্বাচন হয়নি ।
এদিকে ৮ বছর পর দুর্নীতি ও অনিয়মের অভিযোগে রামনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান সাদেকুল ইসলাম কে পুলিশ গ্রেফতার করলে ইউনিয়নটির কার্যক্রম স্থবির হয়ে পড়ে।পরিস্থিতি বিবেচনায় ১নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহজালাল মিয়াকে পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়।
উল্লেখ্য পীরগঞ্জের ১৫ টি ইউনিয়নের মধ্যে কুমেদপুর ও বড়আলমপুর ও রামনাথপুর এ ৩টি ইউনিয়নের ২টিতে প্রশাসনিক কর্মকর্তা ও ১টিতে প্যানেল চেয়ারম্যান হিসেবে ১ ইউপি সদস্য চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। অপর একটি ইউনিয়ন ৯ নং পীরগঞ্জ এ প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহনের বিষয়টি প্রশাসনিক ভাবে প্রক্রিয়াধীন রয়েছে ।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম গণমাধ্যমকে বলেন, ইতিমধ্যে কুমেদপুর ও বড়আলমপুর ইউনিয়নে প্রশাসক এবং জেলা প্রশাসনের পত্রানুযায়ী রামনাথপুর ইউনিয়নে এক ইউপি সদস্যকে প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে ।পীরগঞ্জ ইউনিয়নের বিষয়টি জেলা প্রশাসন অবহিত রয়েছেন।
মোঃ আকতারুজ্জামান রানা,পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি