মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
29 Jul 2025 12:14 pm
![]() |
শাহ আলী বাচ্চু স্টাফ রিপোর্টার জামালপুর:-জামালপুরে সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভা ও ৩ দিন ব্যাপী কৃষি মেলা উদ্বোধন করা হয় ।ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণে জামালপুর সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২৮ জুলাই দুপুরে জামালপুর সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাত শহীদ পিংকি।প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ময়মনসিংহ অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ ড. সালমা লাইজু।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “উত্তম কৃষি চর্চাই ফসল নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের মূল উদ্দেশ্য।এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের প্রশিক্ষণ দিয়ে কীটনাশকবিহীন চাষাবাদ ও সুষম সার ব্যবহারের মাধ্যমে জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে ফসলের নিবিড়তা বাড়ানো হবে।”
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর খামার বাড়ির উপ-পরিচালক কৃষিবিদ জাকিয়া সুলতানা,সদর উপজেলা কৃষি কর্মকর্তা মো. এমদাদুল হক,সহকারী কমিশনার (ভূমি) তানভীর হায়দার এবং জামালপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. সিরাজুস সালেহীন প্রমুখ।
সভা শেষে অতিথিবৃন্দ ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করেন।