সোমবার, ০৬ মার্চ, ২০২৩
28 Nov 2024 03:50 am
ভূপাল চন্দ্র রায়,স্টাফ রিপোর্টার,নওগাঁঃ খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার পিত্তথলিতে প্রদাহ জনিত কারণে কয়েকদিন ধরেই অসুস্থ বোধ করছিলেন। আজ সকালে নওগাঁ থেকে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেয়া হয়েছে।
খাদ্য মন্ত্রীর জনসংযোগ কর্মকর্তা কামাল হোসেন জানান, গত ১ মার্চ মন্ত্রীর নিজ নির্বাচনী এলাকা সাপাহার-পোরশা-নিয়ামতপুরে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি ও ৬ মার্চ নওগাঁয় আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মরহুম আব্দুল জলিলের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নিতে নওগাঁয় যান। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছিলেন।
জানা যায়,তিনি শুক্রবার পোরশায় রাজনৈতিক কর্মসূচি চলাকালীন শারিরিক অসুস্থতা অনুভব করেন। সন্ধ্যায় স্থানীয় চিকিৎসকদের পরামর্শে কিছু পরীক্ষা নিরীক্ষা করেন। পরীক্ষার ফলাফলে দেখা যায় খাদ্যমন্ত্রীর পিত্তথলীতে সামান্য ইনফেকশন রয়েছে।
সিভিল সার্জন ঢাকা যাওয়ার পরামর্শ দিলেও তিনি ঢাকা না গিয়ে স্কয়ার হাসপাতালের প্রখ্যাত ডা. প্রফেসর সানোয়ার হোসেন এর তত্বাবধানে বাসায় থেকে চিকিৎসা নেন।
৬ তারিখে বাংলাদেশ আওয়ামী লীগ এর সাবেক সাধারণ সম্পাদক ও সফল বাণিজ্যমন্ত্রী মরহুম জনাব আব্দুল জলিল সাহেবের মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় অংশ নিতে ঢাকায় গমন না করে কালক্ষেপণ করতে থাকেন। এতে তাঁর প্রদাহের মাত্রা বেড়ে যায়।
পিআরও কামাল হোসেন বলেন, মন্ত্রীর শরীরীক খুব জটিলতা নেই। তবে ডাক্তারের পরামর্শে আরো উন্নত চিকিৎসার জন্য সকাল দশটা চল্লিশ মিনিটে তাঁকে এয়ার এম্বুলেন্সে ঢাকায় নেওয়া হয়েছে। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসা নিবেন।