রবিবার, ০৫ মার্চ, ২০২৩
03 Dec 2024 11:11 pm
ছাদেকুল ইসলাম রুবেল,গাইবান্ধাঃ ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এর ১৮৮তম জন্মতিথি উদযাপনে গাইবান্ধায় বিশেষ পুজা, ভোগ আরতী, ধর্মীয় আলোচনা সভা ও ভক্তিমূলক সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রামকৃষ্ণ আশ্রম গাইবান্ধার আয়োজনে রবিবার সকালে শহরের শচীন চাকী সড়ক এর রামকৃষ্ণ আশ্রম মন্দিরে ভগবান শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এর ১৮৮তম জন্মতিথি উদযাপনে গাইবান্ধায় বিশেষ পুজা, ভোগ আরতী, ধর্ম সমন্বয় ও সম্প্রীতি বিষয়ক ধর্মীয় আলোচনা সভা ও ভক্তিমূলক সংগীতানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা প্রশাসক মো: অলিউর রহমান।অলিউর রহমান বলেন- ধর্মনিরপেক্ষতা মানে ধর্মহীনতা নয়। সকল ধর্মের মানুষ একটি জায়গায় থাকবে। নিজ নিজ স্থান থেকে সে দায়িত্ব পালন করবে। এ দেশ আপনার, আমার ও আগামী প্রজন্মের। এটা মাথায় রাখতে হবে। আপনার অধিকারকে আপনার মত করে আদায় করে নিতে হবে। এটি কেউ কাউকে দেয় না আদায় করে নিতে হয়। কোন ধর্মকে ছোট করে দেখার কিছু নেই। সকল ধর্মই সমান। সকলেই একই জায়গার মানুষ। আমাদের বিষয়গুলো নিয়ে অনুধাবন করতে হবে। বিভাজন তৈরি করলে রাষ্ট্র বঞ্চিত হবে৷ আর রাষ্ট্র বঞ্চিত হলে উন্নয়ন বাধাগ্রস্থ হবে। উন্নয়নের জন্য সবাই মিলে সামনের দিকে এগিয়ে যাই।
প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন-দিনাজপুর রামকৃষ্ণ আশ্রম ও মিশন এর অধ্যক্ষ স্বামী বিভাত্বানন্দজী মহারাজ। বিশেষ আলোচক হিসাবে বক্তব্য রাখেন-রংপুর রামকৃষ্ণ আশ্রম ও মিশন এর অধ্যক্ষ স্বামী সন্তুতানন্দজী মহারাজ।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন- গাইবান্ধা অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) সুশান্ত কুমার মাহাতো, রামকৃষ্ণ আশ্রম ও মিশন গাইবান্ধার প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ গাইবান্ধা জেলা শাখার সভাপতি রনজিত বকসী সুর্য্য।
সভাপতিত্ব করেন রামকৃষ্ণ আশ্রম ও মিশন গাইবান্ধার সভাপতি চন্দ্র শেখর দাস।স্বাগত বক্তব্য রাখেন- রামকৃষ্ণ আশ্রম ও মিশন গাইবান্ধার ভারপ্রাপ্ত সম্পাদক নীহার রঞ্জন পাল।অনুষ্ঠান সঞ্চালনা করেন- কবি দেবাশীষ দাস দেবু।
আলোচনার শুরুতে অতিথিবৃন্দকে ফুলের তোড়া দিয়ে বরন করেন কমিটির সদস্য যামিনী রঞ্জন সেন, দীপক কুমার সিংহ, উদয়ন সরকার সহ অনেকে।উদ্বোধনী ভক্তিমূলক গান পরিবেশন করে বর্ণশ্রী, অর্ণশ্রী ও স্বর্ণশ্রী।সব শেষে খিচুড়ি প্রসাদ বিতরন করা হয়।