রবিবার, ০৫ মার্চ, ২০২৩
28 Nov 2024 12:43 am
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে দিনের বেলা সাজু হোসেন (৩৮) নামের এক মোটরসাইকেল চালকের চোখে মরিচের গুড়া ছিটিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে ব্যাংকের একটি চেকবহি ও এক লাখ টাকা ছিনতাই করে নিয়ে গেছে ছিনতাইকারিরা। গতকাল রোববার (৫ মার্চ) বিকেলে উপজেলার আশা পেট্রোল পাম্পের নিকট কলাবাগান নামক স্থানে এ ঘটনা ঘটে। সাজু হোসেন আদমদীঘি সদরের মুক্তা চালকলের মালিক আব্দুল মুক্তাকিন তালুকদারের শ্যালক। ইতি পূর্বেও ওই স্থানে দিনে ও রাতে একাধিবার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানান।
জানাযায়, গতকাল রোববার বিকেল সাড়ে ৩টায় আদমদীঘির মুক্তা চালকলের মালিকেল শ্যালক সাজু হোসেন সান্তাহার ইসলামি ব্যাংক থেকে এক লাখ টাকা উত্তোলন করে মোটরসাইকেল যোগে আদমদীঘি মুক্তা চালকলে ফিরছিলেন। তিনি আদমদীঘি-সান্তাহার সড়কের আশা পেট্রোল পাম্পের পূর্ব পাশে পৌছালে পিছন থেকে দুটি মোটরসাইকেল যোগে আশা ছিনতাইকারিরা সাজু হোসেনের পথরোধ করে তার চোখে মরিচের গুড়া ছিটিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে ব্যাংক থেকে তোলা এক লাখ টাকা ও আব্দুল মুক্তাকিন তালকদারে নিজ নামের স্বাক্ষর করা পূর্বালী ব্যাংকের একটি চেকবহি ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। চালকল মালিক আব্দুল মুক্তাকিন তালুকদার জানান, আদমদীঘি থানা ও সান্তাহার টাউন পুলিশকে অবহিত করা হয়েছে। আদমদীঘি থানার উপ পরিদর্শক তারেক হোসেন বিষয়টি নিশ্চিত করে জানায়, তদন্ত করে ছিনতাইকারিদের সনাক্ত ও আটকের চেষ্টা চলছে।
আবু মুত্তালিব মতি