রবিবার, ০৫ মার্চ, ২০২৩
22 Nov 2024 01:20 pm
শাহ্ আলী বাচ্চু জামালপুর প্রতিনিধিঃ মাহবুব ইসলাম মাহিদ(৭) জামালপুর মাদ্রাসায় ছাত্র। মাহিদের বাবা মাহবুবুল আলম একজন মধ্যবিত্ত পরিবারের লোক। দীর্ঘদিন ধরে তার ইচ্ছে পুত্রের সুন্নতে খাতনা(মুসলমানি) করার সময় ভিন্ন রকম আনন্দের আয়োজন করবেন।
সে উপলক্ষে তিনদিন ধরে গরুর গাড়ি, মহিষের গাড়ি ও অটোরিকশায় স্বজনরা নেচে-গেয়ে আনন্দ করছেন।
গতকাল শনিবার বিকেলে জামালপুর শহরের বিসিক শিল্প নগরী এলাকায় এ দৃশ্য দেখা যায়। এতে দুই শতাধিক স্বজন অংশ নেন। এটাই ছিল এ আনন্দ র্যালির শেষদিন স্বজনরা জানান, শহরের লাঙ্গলজোড়া গ্রামের মাহবুবুল আলম বাবুর সাত বছরের ছেলে মাহবুব ইসলাম মাহিদ । সে স্থানীয় একটি মাদ্রাসায় পড়ালেখা করে। মাহবুবুল আলমের দীর্ঘদিনের ইচ্ছা ছিল, ছেলে মাহিদের সুন্নতে খতনা উপলক্ষে ভিন্ন রকম আয়োজন করবেন। সে উপলক্ষে তিনদিন ধরে গরুর গাড়ি, মহিষের গাড়ি ও অটোরিকশায় স্বজনরা নেচে-গেয়ে আনন্দ করছেন।ছেলের সুন্নতে খতনায় ব্যতিক্রমী আয়োজন বাবার এ কয়েকদিনে তারা প্রায় শহরের সব জায়গায় ঘুরেছেন। এতে তাদের খরচ হয়েছে প্রায় আট লাখ টাকা। শনিবার ছিল এ র্যালির শেষদিন। আগামীকাল সোমবার সকালে মাহিদের খতনা (মুসলমানি)। এ খতনার মাধ্যমে শেষ হবে তাদের আনন্দ উৎসব।
লিটন হোসেন নামে এক আত্মীয় বলেন, এধরনের খাতনার উৎসব জামালপুরে এই প্রথম। তারা তিনদিন ধরে এ উৎসব উপভোগ করছেন। শহরের অলিগলিতে ঘুরে তারা খুব মজা করছেন।
মাহিদের বাবা মাহবুবুল আলম বাবু বলেন, প্রতিটি মুসলিম পরিবারেই পুত্র সন্তানদেট সুন্নতে খাতনা করানোর তোরজোর শুরু হয়। আমি আগে থেকেই চিন্তা করে রেখেছিলাম ছেলের এ অনুষ্ঠানে ব্যতিক্রমী কিছু করবো। তারই ধারাবাহিকতায় তিনদিন ধরে আমি গরু ও মহিষের গাড়ি নিয়ে শহরের অলিগলি ঘুরে আনন্দ ফূর্তি করেছেন আমার আত্মীয়-স্বজনরা। জামালপুর পৌর শহরের অলিগলিতে ঘুরে খুব মজা করছেন তারা।