মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৩
01 Aug 2025 05:21 pm
![]() |
অলিউর রহমান মেরাজ নবাবগঞ্জ দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে ১ নং জয়পুর ইউনিয়নে যেখানে গরীব মানুষের হার ৮০% সেখানে সরকারী নিয়ম নীতি তোয়াক্কা না করেই যেখানে গরীব অসহায় মানুষের জন্য ভিজিএফ এর কার্ড পাওয়ার কথা। এমন অবস্থায় গরীব অসহায় না পেয়ে পেয়েছে যারা স্বাবলম্বী পরিবার পাকা বাড়ি ঘড় ও যারা ব্যবসা করছে তারাও পাচ্ছে এই ভিজিএফ চালের কার্ড।
অভিযোগ রয়েছে, চেয়ারম্যানের নির্দেশে এমন হয়েছে এবং অনেক কার্ড চেয়ারম্যানের ঘনিষ্ঠদের ও করে দেয়া হয়েছে। এবং যাদের পাকা বাড়ি ঘড় ও ব্যবসা বানিজ্য করছে তারাই পাচ্ছে এই চাল।
অনুসন্ধানে জানা যায়, ১নং জয়পুর ইউনিয়নের ৫নং ওয়াডের একজন ব্যবসায়িক স্বামী স্ত্রী দুজনেরই রয়েছে ভিজিএফ এর চালের কার্ড। তবে গরীব অসহায় কিছু মানুষের সাথে কথা বলে জানা যায় অসহায় মানুষ বলছে তারা কার্ড করতে চেয়ারম্যানে গিয়েছিল কিন্তু চেয়ারম্যান জানায় এখন কার্ড করা যাবে এই বলে ফিরিয়ে দেওয়া হয়েছে তাদেরকে।
এই বিষয়ে জানতে চাইলে ১নং জয়পুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ওবায়দুল রহমান জানান, এই বিষয়ে আমার কিছু জানা নেই। আমি ব্যস্ত আছি পরে কথা বলব। বলে ফোন কেটে দেন তিনি।
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম আশিক রেজার সাথে মুঠোফোনে তাকে বারংবার ফোন দিলেও তিনি সাংবাদিকের ফোন ধরেনি।