রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
02 Jan 2025 10:56 pm
পরকীয়ার অভিযোগে ১২ বছরের সম্পর্ক গত বছর ইতি টানেন ফুটবলার জেরার্ড পিকের স্ত্রী কলম্বিয়ার গায়িকা শাকিরা। সম্পর্ক বিচ্ছেদ ঘটলেও পিকের ওপর ক্ষোভ কমেনি স্ত্রীর। এই ক্ষোভ থেকেই পিকের বাবা-মাকে বিভিন্নভাবে বিরক্ত করছেন শাকিরা। সেটা এতটাই অসহনীয় হয়েছে যে, পিকের বাবা-মা বাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন।
পিকের সঙ্গে বিচ্ছেদের পর পিকের বার্সেলোনার বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা ছিল শাকিরার। এই বাড়িতে এখন পিকে না থাকলেও শাকিরা বাড়ি ছাড়েননি। এই বাড়ির পাশেই পিকের মা-বাবার বাড়ি। প্রায়ই বাড়িতে বিভিন্ন পার্টি করেন শাকিরা। উচ্চশব্দে গান ছাড়েন; কিন্তু এতে যে আশপাশের অনেকের সমস্যা, তা শাকিরা চিন্তাও করেন না।
স্প্যানিশ এক সংবাদমাধ্যমকে পিকের বাবা-মা জানিয়েছেন, পিকের ওপর যে ক্ষোভ আছে, তা শাকিরা পিকের বাবা-মায়ের ওপর ঝাড়ছেন। উদ্ভট সব কর্মকাণ্ড করে বেড়াচ্ছেন তিনি। কিছুদিন আগে তাদের বাড়ির দিকে মুখ করে বসানো হয় কালো ব্যঙ্গাত্মক এক পুতুল।
পার্টিসহ বিভিন্ন সময়ও উচ্চশব্দে গান ছেড়ে রাখেন। এছাড়া পার্টিতে আতশবাজিও ফুটান। তার এসব অত্যাচারে অতিষ্ঠ হয়ে নিজেদের বাড়ি ছাড়তে বাধ্য হচ্ছেন তারা।