রবিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৩
08 Jan 2025 04:44 am
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে গলায় ফাঁস দিয়ে আব্দুর রহিম বাবু (৬০) নামের এক বৃদ্ধ ও মানতাশা (১৪) নামের এক কিশোরী আত্মহত্যা করার খবর পাওয়া গেছে। গত শনিবার ও রোববার উপজেলার বিষ্ণুপুর ও অর্জুনগাড়ী গ্রামে এই দুই আত্মহত্যার ঘটনা ঘটে। এসব ঘটনায় আদমদীঘি থানায় পৃথক ইউডি মামলা হয়েছে।
পুলিশ ও মৃতের পারিবারকি সুত্রে জানায়, আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির বিষ্ণুপুর গ্রামের আব্দুর রহিম বাবু নামের এক বৃদ্ধ শারীরিক অসুস্থতার কারনে গত শনিবার (১১ ফেব্রæয়ারী) বিকেল ৫টায় তার শয়ন ঘরে তীরের সাথে গলায় দড়ির ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এছাড়া গতকাল রোববার (১২ ফেব্রæয়ারী) দুপুরে একই ইউনিয়নের অর্জুনগাড়ী গ্রামের মামুন হোসেনের মেয়ে মানতাশা নামের এক কিশোরী তার শয়ন ঘরে ফ্যানের সাথে গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। তার আত্মহত্যার কারন জানা যায়নি।
ঘটনা তদন্তকারি আদমদীঘি থানার উপ পরিদর্শক তারেক হোসেন বলেন, মৃত আব্দুর রহিম বাবু তার কোন ওয়ারিশ বাদি না হওয়ায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। অপরদিকে মানতাশার মরদেহ বগুড়া মর্গে প্রেরণ করা হয়েছে।
আবু মুত্তালিব মতি