সোমবার, ০২ জানুয়ারী, ২০২৩
28 Mar 2025 03:33 pm
![]() |
স্টাফ রিপোর্টার : বগুড়ার শহরতলীর ঝোপগাড়ী এলাকায় রঞ্জু হত্যা মামলায় অভিযুক্ত ১২ আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দিয়েছেন বগুড়ার প্রথম অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক হাবিবা মন্ডল।
আজ সোমবার (২ জানুয়ারি) দুপুরের দিকে তিনি এই আদেশ দেন। আদেশে প্রত্যেক আসামির ২০ হাজার টাকা করে জরিমানা এবং তা অনাদায়ে আরও ছ’মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেওয়া হয়।
অভিযুক্ত আসামিদের মধ্যে রিপন শেখ, রাজু শেখ, রিজু শেখ, আইনুল ইসলাম, রাবু শেখ, একরাম হোসেন ও খয়বর আলী জামিন নিয়ে পলাতক রয়েছে। আদালতে উপস্থিত পাঁচজন আসামিরা হলো আজগর আলী, সিরাজুল ইসলাম, জিন্নাহ প্রাং, মাহফুজার রহমান ও আশরাফুল ইসলাম ওরফে আশরাফ।
উল্লেখ্য, গত ২০১২ সালের ৭ জুলাই সকাল সাড়ে ৬টার দিকে বগুড়ার শহরতলীর ঝোপগাড়ী এলাকায় প্রকাশ্যে রঞ্জুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়। তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে তিনি মারা যান।